For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপিকে দুরমুশ করে ভোটযুদ্ধ জয়ের পথে কংগ্রেস! ভারত বনধের মধ্যে পঞ্চায়েত নির্বাচনের গণনা কোন রাজ্যে

বিজেপিকে দুরমুশ করে ভোটযুদ্ধ জয়ের পথে কংগ্রেস! ভারত বনধের মধ্যে পঞ্চায়েত নির্বাচনের গণনা কোন রাজ্যে

  • |
Google Oneindia Bengali News

একদিকে দেশে ভারত বনধ চলছে। কৃষকদের এই আন্দোলনে সমর্থন জানিয়ে বিভিন্ন জায়গায় বাম ও কংগ্রেস নেতারা নেমেছেন রাস্তায়। এমন এক পরিস্থিতিতে রাজস্থানে চলছে পঞ্চায়েত ও জেলা পরিষদের ভোটের গণনা।

হায়দরাবাদের পর রাজস্থানে কী পরিস্থিতি বিজেপির?

হায়দরাবাদের পর রাজস্থানে কী পরিস্থিতি বিজেপির?

হায়দরাবাদের এক পুরসভা নির্বাচন ঘিরে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছিল বিজেপি। যে এলাকায় এর আগে একবারও মাথা তোলেনি পদ্মশিবির। আর রাজস্থান বহু বছর বসুন্দরা রাজের মতো নেত্রীর আওতায় থাকার পর কংগ্রেস তা কেড়ে নেয়। সেই রাজস্থানের ভোটে শোচনীয় হারের দিকে এগোচ্ছে বিজেপি।

ভোট, রাজস্থান ও ফলাফল

ভোট, রাজস্থান ও ফলাফল

রাজস্থানের ২১ টি জেলায় জেলা পরিষদ ও গ্রাম পঞ্চায়েত ভোটের গণনা চলছে। আর সেখানেই দেখা গিয়েছে শাসক কংগ্রেস কার্যত চালকের আসনে। ১৫৩ টি আসনের মধ্যে সেখানে ৮২ টিতে জয় ছিনিয়ে নিয়েছে কংগ্রেস। ৫৬ টি আসনে পিছিয়ে বিজেপি।

 চার দফায় ভোট গ্রহণ

চার দফায় ভোট গ্রহণ

এদিকে, চার দফায় ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে রাজস্থানে। গত ২৩ , ২৭ নভেম্বর ও ১, ৫ ডিসেম্বরে পর পর ভোটগ্রহণ শুরু হয়য়। যার গণনা ৮ ডিসেম্বর আগে থেকেই নির্ধারিত ছিল। এদিকে, এদিন ভারত বনধের জেরে সেই ভোট গণনা থেকে পিছিয়ে আসেনি সরকার। যদিও কংগ্রেসের সমর্থন এই ভারত বনধে রয়েছে, তা সত্ত্বেও রাজস্থানের কংগ্রেস সরকারএই ভোট গণনা ঘিরে যাবতীয় সরকারি কাজ চালু রেখেছে।

রাজস্থানের রাজনীতি এবং ভোট ও পরিসংখ্যান

রাজস্থানের রাজনীতি এবং ভোট ও পরিসংখ্যান

এই জেলা পরিষদ নির্বাচনে ৬৩৬ টি জেলা পরিষদ নির্বাচিত হবে। ৪৩৭১ টি পঞ্চায়েত সমিতি নির্বাচিত হবে। জেলা পরিষদের ১৭৭৮ জন প্রার্থীর ভাগ্য় এই নির্বাচন জানান দেবে। প্রসঙ্গত, সচিন পাইলটকে নিয়ে কংগ্রেসের মধ্যে যে ভাঙন ছিল, তার পরেও কংগ্রেসের এই জয় নিঃসন্দেহে হাত শিবিরের হাত শক্ত করেছে। অন্যদিকে, বিজেপি শিবিরে রাজস্থানে একাধিক ফাটল দেখা দিতে থাকে। জানা যায়, পার্টিতে বসুন্ধরা রাজের রাজত্ব নিয়ে অনেকেই অসন্তোষ প্রকাশ করেছেন বহুবার। আর তারই ফল এই নির্বাচন বলে মেন করা হচ্ছে।

কৃষকদের থেকে চুরি করা বন্ধ করুন! প্রধানমন্ত্রী মোদীর কাছে 'আবেদন' রাহুল গান্ধীরকৃষকদের থেকে চুরি করা বন্ধ করুন! প্রধানমন্ত্রী মোদীর কাছে 'আবেদন' রাহুল গান্ধীর

English summary
Congress takes comfortable lead against BJP in Rajasthan Panchayat Samiti and Zila Parishad Election Results
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X