For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হাওড়ায় টাকা সহ গ্রেফতার ৩ বিধায়ক সাসপেন্ড, কড়া পদক্ষেপে কোন বার্তা কংগ্রেসের

হাওড়ায় টাকা সহ গ্রেফতার ৩ বিধায়ক সাসপেন্ড, কড়া পদক্ষেপে কোন বার্তা কংগ্রেসের

Google Oneindia Bengali News

গ্রেফতারের ২৪ ঘণ্টার মধ্যেই কড়া সিদ্ধান্ত। পশ্চিমবঙ্গের হাওড়ায় বিপুল টাকা সহ গ্রেফতার তিন বিধায়ককে সাসপেন্ড করল কংগ্রেস। তাঁদের দাবি আদিবাসীদের উৎসবের জন্য জামাকাপড় কিনতে সেই টাকা নিয়ে যাচ্ছিলেন তাঁরা। কিন্তু পুলিশের সন্দেহ জামাকাপড় কিনতে হলে কলকাতায় আসার কথা তাঁদের কলকাতা থেকে মেদিনীপুরে যাচ্ছিলেন কেন তাঁরা।

সাসপেন্ড ৩ বিধায়ক

সাসপেন্ড ৩ বিধায়ক

পশ্চিমবঙ্গের হাওড়া থেকে গতকাল রাতে ৩ কংগ্রেস বিধায়ককে গ্রেফতার করেছিল পুলিশ। কংগ্রেসের ৩ বিধায়কের কাছ থেকে ৪৮ লক্ষ টাকা উদ্ধার হয়েছিল। সেই টাকা নিয়ে কোনও েতমন সদুত্তর দিতে পারেনি তারা। পুলিশের কাছেও সন্তোষজনক মনে হচ্ছে না তাঁদের বক্তব্য। তারপরেই রবিবাব ৩ কংগ্রেস সাংসদকে সাসপেন্ড করেছে কংগ্রেস।

টাকা সহ গ্রেফতার ৩ বিধায়ক

টাকা সহ গ্রেফতার ৩ বিধায়ক

ঝাড়খণ্ডে টাকা সহ গ্রেফতার তিন কংগ্রেস বিধায়ক। জামতারার বিধায়ক ইরফান আনসারি, খিজরির বিধায়ক রাজেশ কাচাপ্পা এবং কোলেবরার বিধায়ক নমান বিক্সাল। তাঁদের কাছ থেকে ২৮ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। কোথা থেকে সেই টাকা এসেছে তার সদুত্তর দিতে পারেননি তাঁরা। তাঁদের পরিবারের লোকেরা দাবি করেছেন, আদিবাসী উৎসবের জন্য এই টাকা নিয়ে আসা হয়েছিল। তাঁদের জামাকাপড় নিয়ে আসা হয়েছিল। সেটা নিয়ে আদিবাসীদের উৎসবের জন্য যাচ্ছিলেন তাঁরা জামাকাপড় কিনতে। কিন্তু জামাকাপড় কিনতে মেদিনীপুরে যাবেন কেন? কলকাতায় যাওয়ার কথা।

সন্দেহে পুলিশ

সন্দেহে পুলিশ

পুলিশের অনুমান অন্যকোনও কারণে টাকা গুলো নিয়ে যাওয়া হচ্ছিল। কারণ কলকাতার পরিবর্তে তাঁরা কেন মেদিনীপুরে যাচ্ছিলেন সেই প্রশ্নের তেমন কোনও সদুত্তর তাঁরা দিতে পারেননি। এই নিয়ে তুমুল জল্পনা শুরু হয়েছে। রাজ্যে বামেরা দাবি করেছে, বিজেপি ঘোড়াকেনাবেচা করতে টাকা বিলোচ্ছে। আগেই বিজেপির টার্গেটে রয়েছে ঝাড়খণ্ডে। অবিজেপি রাজ্যগুলিকে টার্গেট করে এগোচ্ছে বিজেপি। সেকারণে টাকা বিিল করছে তারা।
ঝাড়খণ্ডের কংগ্রেস বিধায়কদের কেনার জন্যই হয়তো টাকা দিয়েছিল বিজেপি।

কড়া বার্তা কংগ্রেসের

কড়া বার্তা কংগ্রেসের

মধ্যপ্রদেশ, কর্নাটক, মহারাষ্ট্র। একের পর এক জোট সরকারের পতন ঘটিয়েছে বিজেিপ। সব কটিতেই টার্গেটে ছিল কংগ্রেস। কেবল মহারাষ্ট্রে শিবসেনাকে টার্গেট করেছিল বিজেপি। ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়কের কাছ থেকে বিপুল টাকা উদ্ধারের পর আর সময় নষ্ট করেনি কংগ্রেস। সঙ্গে সঙ্গে ৩ বিধায়ককে সাসপেন্ড করে কড়া বার্তা দিয়েছে কংগ্রেস। এমনিতেই এজেন্সি প্রয়োগ করে কংগ্রেসের উপরে চাপ তৈরি করতে চাইছে।

 'টাকা আমার নয়, সময় এলেই বোঝা যাবে' জোকা ESI-এ ঢোকার পথে বিস্ফোরক দাবি পার্থ চট্টোপাধ্যায়ের 'টাকা আমার নয়, সময় এলেই বোঝা যাবে' জোকা ESI-এ ঢোকার পথে বিস্ফোরক দাবি পার্থ চট্টোপাধ্যায়ের

English summary
3 Jharkhand Congres MLA Suspend from Party
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X