For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গোয়ায় বিজেপিকে সরিয়ে সরকার গঠনের দাবি জানিয়ে দিল কংগ্রেস

গোয়ায় তাঁরাই সবচেয়ে বড় দল। এই দাবিকে সামনে রেখেই গোয়ায় সরকারে থাকা বিজেপিকে সরিয়ে তাঁদের সরকার গড়তে দেওয়ার দাবি জানাল কংগ্রেস।

  • |
Google Oneindia Bengali News

গোয়ায় তাঁরাই সবচেয়ে বড় দল। এই দাবিকে সামনে রেখেই গোয়ায় সরকারে থাকা বিজেপিকে সরিয়ে তাঁদের সরকার গড়তে দেওয়ার দাবি জানাল কংগ্রেস। রাজ্যপালের কাছে এই মর্মে চিঠিও দেওয়া হয়েছে।

গোয়ায় বিজেপিকে সরিয়ে সরকার গঠনের দাবি জানাল কংগ্রেস

গোয়া বিধানসভার বিরোধী দলনেতা চন্দ্রকান্ত কাভলেকর রাজ্যপালকে চিঠি লিখেছেন। দাবি করেছেন, বিজেপির নেতৃত্বে থাকা সরকারকে সরিয়ে দিতে হবে। কারণ বিজেপি সংখ্যালঘু। এবং কংগ্রেস সবচেয়ে বড় দল। তাদের সরকার গড়তে দিতে হবে। একইসঙ্গে তিনি বলেছেন, গোয়ায় রাষ্ট্রপতি শাসনের চেষ্টা করলে তা বেআইনি হবে।

[আরও পড়ুন: অসম বিজেপিতে ভাঙন! রাজ্য নেতৃত্বকে তোপ দেগে দলত্যাগ সাংসদের ][আরও পড়ুন: অসম বিজেপিতে ভাঙন! রাজ্য নেতৃত্বকে তোপ দেগে দলত্যাগ সাংসদের ]

মুখ্যমন্ত্রী মনোহর পার্রিকর অসুস্থ। বিজেপি সরকার হীনবল, তাঁরা মানুষের আস্থাও হারিয়েছে। তাই দেরি না করে কংগ্রেসকে সরকার গড়তে দেওয়া হোক। একইসঙ্গে সরকার গড়তে দেওয়ার দাবিও জানিয়েছে কংগ্রেস। সেই আবেদন চিঠির আকারে রাজ্যপালের কাছে জমা করেছে।

[আরও পড়ুন: বিজেপি ছেড়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে যোগ দিলেন কংগ্রেসে, লোকসভার আগে বড় চমক][আরও পড়ুন: বিজেপি ছেড়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে যোগ দিলেন কংগ্রেসে, লোকসভার আগে বড় চমক]

প্রসঙ্গত, কংগ্রেস গোয়ায় সবচেয়ে বেশি আসনে জয়ী হয়েছে। তবে আসন কম থাকা সত্ত্বেও বিজেপি বাকী দলগুলির সঙ্গে জোট করে সরকার গড়ে নিয়েছে। মুখ্যমন্ত্রী হয়েছেন মনোহর পার্রিকর। সেই সরকারই সরিয়ে নয়া সরকার গড়তে চাইছে কংগ্রেস।

[আরও পড়ুন: এবার মোদী সুনামি, ২০২৪-এ ভোটই হবে না! বিজেপি সাংসদের মন্তব্যে চাঞ্চল্য][আরও পড়ুন: এবার মোদী সুনামি, ২০২৪-এ ভোটই হবে না! বিজেপি সাংসদের মন্তব্যে চাঞ্চল্য]

English summary
Congress stakes claim to form government in Goa
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X