For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজীবের যুদ্ধ জাহাজ বিতর্ক! কংগ্রেসের হাতিয়ার মোদীর এয়ারফোর্স জেট ব্যবহার

ব্যক্তিগত সফরে রাজীব গান্ধীর যুদ্ধজাহাজ ব্যবহার বিতর্কের পাল্টা দিল কংগ্রেস। এদিন কংগ্রেস অভিযোগ করেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনীপ্রচারে বিমান বাহিনীর জেট ব্যবহার করছেন নিজের ট্যাক্সির

  • |
Google Oneindia Bengali News

ব্যক্তিগত সফরে রাজীব গান্ধীর যুদ্ধজাহাজ ব্যবহার বিতর্কের পাল্টা দিল কংগ্রেস। এদিন কংগ্রেস অভিযোগ করেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনী
প্রচারে বিমান বাহিনীর জেট ব্যবহার করছেন নিজের ট্যাক্সির মতো করে। মূল্য দিচ্ছেন ৭৪৪ টাকা। মিডিয়ায় প্রকাশিত রিপোর্ট নিয়ে এদিন মোদীকে আক্রমণ করেন
কংগ্রেস মুখপত্র রণদীপ সুরজেওয়ালা।

রাজীবের যুদ্ধ জাহাজ বিতর্ক! কংগ্রেসের হাতিয়ার মোদীর এয়ারফোর্স জেট ব্যবহার

সুরজেওয়ালা মোদীকে আক্রমণ করে বলেন, বিভ্রান্ত করা এবং নকল মোদীর শেষ অবলম্বন। ভারতীয় বিমান বাহিনীর জেটকে নিজের ট্যাক্সিতে পরিণত করেছেন।
অভিযোগ করেন কংগ্রেস মুখপত্র। মোদী নির্বাচনী প্রচারে এই জেট ব্যবহারে মাত্র ৭৪৪ টাকা করে দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।

তাঁর নিজের করা পাপকে নিজেই ভয় পাচ্ছেন আর নির্লজ্জভাবে অন্যদের দিকে আঙুল তুলছেন, কটাক্ষ করেন কংগ্রেস মুখপত্র। রাজীব গান্ধী যুদ্ধ জাহাজ আইএনএস
বিরাটকে নিজের পরিবারের ছুটি কাটানোয় ব্যবহার করেছিলেন বলে অভিযোগ করেছিলেন মোদী। এদিন তারই পাল্টা দিল কংগ্রেস।

আরটিআই-এর ওপর ভিত্তি করা একটি মিডিয়া রিপোর্ট বলছে, ২০১৯-এর জানুয়ারি পর্যন্ত বিজেপি সবমিলিয়ে ১, ৪ কোটি টাকা ভারতীয় বিমান বাহিনীকে দিয়েছে মোদীর
২৪০ টি বেসরকারি দেশী ভ্রমণের জন্য।

মিডিয়া রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে ভ্রমণে খুব কম মূল্য দেওয়া হয়েছে। উদাহরণ স্বরূপ বলা হয়েছে, 'এইচ/পি বালাঙ্গির-এইচ/পি পাথারচেরা'
ট্রিপ-এ। মোদী এই ট্রিপ করেছিলেন ২০১৯-এর ১৫ জানুয়ারি।

English summary
Congress on Thursday accused Prime Minister Narendra Modi of making Indian Air Force jets his "own taxi" and paying "as low as" Rs 744 for using IAF aircraft for election trips
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X