For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সাম্প্রদায়িক রাজনীতি থেকে অন্তত গঙ্গা নদীকে নিষ্কৃতি দেওয়া উচিত কংগ্রেসের: উমা ভারতী

Google Oneindia Bengali News

সাম্প্রদায়িক রাজনীতি থেকে অন্তত গঙ্গা নদীকে নিষ্কৃতি দেওয়া উচিত কংগ্রেসের: উমা ভারতী
নয়াদিল্লি, ৮ জুলাই : এনডিএ সরকারের গঙ্গা সাফাই অভিযান আসলে 'হিন্দুত্ব প্রকল্প'। প্রাক্তন পরিবেশ মন্ত্রী জয়রাম রমেশের এই মন্তব্যের কড়া সমালোচনা করলেন কেন্দ্রী মন্ত্রী উমা ভারতী। বললেন, সাম্প্রদায়িক রাজনীতি থেকে অন্তত গঙ্গা নদীকে নিষ্কৃতি দেওয়া উচিত কংগ্রেসের।

উমা ভারতীর কথায়, সব ধর্মানুষ্ঠান এবং পূজার সাথে জড়িত মানুষ গঙ্গা প্রকল্পের (গঙ্গা সমগ্র অভিযান) সঙ্গে যুক্ত হয়েছেনষ কিন্তু আমাদের দেশের কিছু রাজনৈতিক নেতার মানসিকতায় সমস্যা রয়েছে। তাঁরা 'সভি পূজা বিধি' বিষয়টিই বোঝেন না।

উমা ভারতী আরও জানিয়েছেন, "আমরা কখনও কোনও ধার্মিক সম্প্রদায়কে উদ্ধৃত করে তাদের নামে কিছু বলিনি। আমরা যখন বলছি, 'সভি পূজা বিধি' তার অর্থ বোধগম্যই হচ্ছে না তাঁদের। আমরা কী বলতে চাইছি তা না বুঝেই স্বর চড়াচ্ছেন তাঁরা। যাঁদের এহেন বোঝার ক্ষমতা তাঁদের জন্য আমার করুণা হয়। আমি কারোর নাম করব না, কিন্তু যে নেতা এমন ধরণের মন্তব্য করেছেন, আমি বলতে বাধ্য হচ্ছি তিনি অত্যন্ত নিম্নমানের রাজনীতি করছেন। আমি তাঁর মন্তব্যের জবাবে কিছু বলব না।"

সম্প্রতি গঙ্গা মন্থন নিয়ে মন্তব্য করতে গিয়ে একটি অনুষ্ঠানে সোনিয়া গান্ধীর নাম করে উমা ভারতী বলেছিলেন, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর উচিত অন্তত গঙ্গা নদীকে তাঁদের সাম্প্রদায়িক রাজনীতি থেকে বিরত রাখা। তিনি বলেন, আমরা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী। কিন্তু আমরা ধর্মনিরপেক্ষতার নাটক করি না। তাই কেউ যদি এভাবে গঙ্গা নদীকেও রাজনীতির খেলায় জড়াতে চান তাহলে গঙ্গার সাম্প্রদায়িকীকরণের অভিযোগে সেই নেতাদের বিরুদ্ধে অভিযোগ করতেও ছাড়ব না।

কয়েকদিন আগেই জয়রাম রমেশ এনডিএ সরকারের বিরুদ্ধে অভিযোগ তোলেন, গঙ্গা সাফাইয়ের অভিযানকে হিন্দুত্ব প্রকল্প হিসাবে দেখানোর চেষ্টা করছে। পবিত্র গঙ্গা নদীকে হাতিয়ার করে মেরুকরণের রাজনীতি করার চেষ্টা করছে নয়া সরকার। তিনি বলেন, "হিন্দুত্বের প্রকল্প হিসাবে একে দেখবেন না, এটা শুধু হিন্দুদের জন্য প্রকল্প নয়। এটা জাতীয় প্রকল্প।গঙ্গা সাফাই প্রকল্পের মাধ্যমে মেরুকরণের রাজনীতি করার চেষ্টা করবেন না। এই প্রকল্প মানুষের জন্য হওয়া উচিত এবং সমাজের মানুষকেই এই প্রকল্পে যুক্ত করতে হবে বলেও মন্তব্য করেছিলেন তিনি। তারই প্রেক্ষিতে এদিন নাম না করে জয়রাম রমেশের কড়া সমালোচনা করেন উমা ভারতী।

English summary
Congress should spare Ganga from communal politics: Uma Bharti
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X