For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মিথ্যাবাদী-মূর্খ স্মৃতি, রাহুলকে নিশানার পাল্টা ফ্যাক্ট-চেক ভিডিও শেয়ার কংগ্রেসের

কন্যা কুমারী থেকে ভারত জোড়ো যাত্রার সূচনা করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সেই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি অভিযোগ করেন, স্বামী বিবেকানন্দের মূর্তির পাদদেশে মাথা নত পর্যন্ত করেননি রাহুল গান্ধী।

  • |
Google Oneindia Bengali News

কন্যা কুমারী থেকে ভারত জোড়ো যাত্রার সূচনা করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সেই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি অভিযোগ করেন, স্বামী বিবেকানন্দের মূর্তির পাদদেশে মাথা নত পর্যন্ত করেননি রাহুল গান্ধী। এই অভিযোগের পরই পাল্টা ফ্যাক্ট-চেক ভিডিও শেয়ার করে স্মৃতি ইরানিকে মিথ্যাবাদী ও মূর্খ বলে কটাক্ষ করা হয়েছে।

Congress shares a fact check video to counter Smriti Irani’s comment against Rahul Gandhi

যুব কংগ্রেসের সভাপতি শ্রীনিবাস বিভি ইরানি বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির বিরুদ্ধে তোপ দাগার পাশাপাশি তিনি বিবেকানন্দের মূর্তির পাদদেশে রাহুল গান্ধীর শ্রদ্ধা নিবেদেনের একটি ভিডিও ক্লিপ শেয়ার করেন। ভিডিওটি অন্যান্য কংগ্রেস নেতাও শেয়ার করেছেন। আর তা শেয়ার করেই বিজেপিকে খোঁচা দিয়েছে গ্র্যান্ড ওল্ড পার্টি কংগ্রেস।

রাহুল গান্ধীকে নিশানা করে বিজেপির সাংসদ কেন্দ্রীয়মন্ত্রী স্মৃতি ইরানি বলেন, আজ আমি কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে জিজ্ঞাসা করতে চাই যে, আপনি বলছেন, আপনি ভারতে একত্রিত করার জন্য যাত্রা করছেন। তাহলে অন্তত স্বামী বিবেকানন্দকে উপেক্ষা করার মতো কোনও কাজ করবেন না। রাহুল গান্ধীকে কোনও অ্যাঙ্গেলে স্বামী বিবেকানন্দের মূর্তির পাদদেশে শ্রদ্ধা নিবেদন বা নতমস্তক হতে দেখা যায়নি।

স্মৃতি ইরানির এহেন বার্তার পর যুব কংগ্রেস সভাপতি শ্রীনিবাস ক্লিপ শেয়ার করে টুইট করে জানান, স্মৃতি ইরানি মিথ্যাবাদী। তিনি একেবারে মিথ্যা কথা বলছে। আপনার এমন মিথ্যা বলতে লজ্জা করে না? কংগ্রেস নেতা পবন খেরাও ক্লিপটি শেয়ার করেছেন। ইরানিকে একইভাবে মূর্খ বলে উল্লেখ করেছেন তিনি। তিনি লিখেছেন একেবারে বোকার মতো অভিযোগ করেছেন কেন্দ্রীয়মন্ত্রী। তারপর তিনি লিখেছেন, হে ঈশ্বর, এই মূ্র্খ আত্মাকে আপনি ক্ষমা করুন।

কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ কেন্দ্রীয় মন্ত্রীকে কটাক্ষ করে লিখেছেন, বিজেপি মিথ্যা প্রচারকে বিশ্বাস করে। তিনি দেখার জন্য প্রয়োজনে জোড়া চশমা লাগান। তাহলে তাঁর সুবিধা হবে। অহেতুক তিনি মিথ্যা প্রচার করলেন। যদি তাঁর জোড়া চশমার প্রয়োজন হয় কংগ্রেস তাঁকে তা সরবরাহ করতে পারে। প্রবীণ কংগ্রেস নেতা তাঁর সহকর্মীদের পোস্টটি রি-টুইট করেছেন।

স্মৃতি ইরানি রাহুল গান্ধীর নিন্দায় বলেন, তিনি ভারত জোড়ো যাত্রার নামে ভারতের ঐক্যের ক্ষতি করছেন। রাহুল গান্ধীর বক্তব্যের প্রতি অসন্তোষ ব্যক্ত করে তিনি বলেন, আপনি ভারতের বিরুদ্ধেই যুদ্ধ করছেন। আমি ক্ষমতার জন্য আপনার ক্ষুধা দেখে অবাক হচ্ছি। উল্লেখ্য, ২০১৯ সালের নির্বাচনে এই স্মৃতি ইরানির কাছেই রাহুল গান্ধীকে প্রথম পরাজয়ের স্বাদ পেতে হয়েছিল।

বিজেপির নবান্ন অভিযানে শুভেন্দু কেন বামেদেরও ডাকছেন, উসকে দিল জল্পনাবিজেপির নবান্ন অভিযানে শুভেন্দু কেন বামেদেরও ডাকছেন, উসকে দিল জল্পনা

English summary
Congress shares a fact check video to counter Smriti Irani’s comment against Rahul Gandhi.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X