For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির ভরাডুবি কর্ণাটকে! আর আর নগর নির্বাচনে বিজয় নিশান উড়ল কংগ্রেসের

২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে কর্ণাটকে সরকার গঠনের চ্যালেঞ্জ কার্যত বিজেপির কাছে অ্যাসিড টেস্ট ছিল। রাজনৈতিক গণনা, ভোট অঙ্কের খেলায় সেই ময়দানে পরাজয় হয় পদ্মশিবিরের।

  • |
Google Oneindia Bengali News

২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে কর্ণাটকে সরকার গঠনের চ্যালেঞ্জ কার্যত বিজেপির কাছে অ্যাসিড টেস্ট ছিল। রাজনৈতিক গণনা, ভোট অঙ্কের খেলায় সেই ময়দানে পরাজয় হয় পদ্মশিবিরের। এরপর সুযোগ আসে আরআর নগর বিধানসভা আসনের নির্বাচনে। কিন্তু সেই আসনেও বিজেপি-দূর্গকে ধূলিসাৎ করে দেয় কংগ্রেস। এই আসনে বিপুল ভোটে জয়লাভ করেছেন কংগ্রেসের প্রার্থী এন মুনিরত্না। মুনিরত্নার জয়ের ব্যবধান ৪১১৬২ ভোট।

কর্ণাটকে বিজেপির ভরাডুবি! আর আর নগর নির্বাচনে বিজয় নিশান উড়ল কংগ্রেসের

কর্ণাটক বিধানসভা নির্বাচনে সরকার গঠন করেছে কংগ্রেস-জেডিএস জোট। এরপর ১২ মে সংগঠিত হওয়া আরআর নগর বিধানসভা নির্বাচন সংগঠিত হয়। ফের একবার নিজেদের জমি পোক্ত কী না তা বুঝে নেওয়ার চ্যালেঞ্জ ছিল কংগ্রেসের কাছে। এলাকার কংগ্রেস বিধায়ক মুনিরত্নার কাছে ফের একবার নিজের শক্তি পরীক্ষার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল এই নির্বাচন। যা অনায়াসে জিতে নেন তিনি। এর আগে ২০০৮ সালে এই এলাকা ছিল পদ্মশিবিরের দখলে। তবে ২০১৩ সালে আসনটি বিজেপির থেকে ছিনিয়ে নেয় কংগ্রেস। ১৮৮১৩ এর ব্যবধানে সেবছরে জয়ী হন মুনিরত্না। এবছরে সেই জয়ের ব্যবধান প্রায় দ্বিগুণ অঙ্ক ছাডি়য়ে গেল।

কর্ণাটকের বেঙ্গালুরুর 'আরবান' এলাকার মধ্যে পড়ে এই আর আর নগর আসনটি। বিধানসভার ক্ষেত্রে এটি 'নগর' এলাকা হিসাবে পরিগণিত হলেও , লোকসভার ক্ষেত্রে এই আসনটি গ্রামাঞ্চলের মধ্য়ে পড়ে। গত ১২ মে এই আসনে নির্বাচন সংগঠিত হয়েছে।আসনটিতে কংগ্রেসের এই জয়ে স্বভাবতই খুশি জেডিএস-কংগ্রেস শিবির। উল্লেখ্য, এদিনের উপনির্বাচনের ফলাফলে বিজেপি-র বিভিন্ন শক্ত জমিতে থাবা বসাতে দেখা গিয়েছে কংগ্রেসকে।

[আরও পড়ুন: উপনির্বাচনে বিজেপি শাসিত রাজ্যের এই কেন্দ্রে সহজ জয় কংগ্রেসের, জয়োল্লাস রাহুল শিবিরের][আরও পড়ুন: উপনির্বাচনে বিজেপি শাসিত রাজ্যের এই কেন্দ্রে সহজ জয় কংগ্রেসের, জয়োল্লাস রাহুল শিবিরের]

English summary
Congress set to win RR Nagar Assembly Election at Karnataka
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X