For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উপনির্বাচনের ফল : ছত্তিশগড়ের মাও অধ্যুষিত বিধানসভা কংগ্রেসের দখলে

২০১৮-র বিধানসভা নির্বাচনে ছত্তিশগড়ে ক্ষমতা হারিয়েছিল বিজেপি। রাজ্যের মসনদে বসেছিল কংগ্রেস। রমন সিং-কে হঠিয়ে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী হয়েছিলেন ভূপেশ বাঘেল। সেই জয়ের ধারা বিধানসভা উপনির্বাচনেও অব্যাহত

  • |
Google Oneindia Bengali News

২০১৮-র বিধানসভা নির্বাচনে ছত্তিশগড়ে ক্ষমতা হারিয়েছিল বিজেপি। রাজ্যের মসনদে বসেছিল কংগ্রেস। রমন সিং-কে হঠিয়ে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী হয়েছিলেন ভূপেশ বাঘেল। সেই জয়ের ধারা বিধানসভা উপনির্বাচনেও অব্যাহত রেখেছে সোনিয়া গান্ধী শিবির। মাও অধ্যুষিত চিত্রকোট বিধানসভা আসন ধরে রাখল কংগ্রেস।

ছত্তিশগড় উপনির্বাচনে মাও অধ্যুষিত বিধানসভা কেন্দ্র ফের কংগ্রেসের দখলে

বিধানসভাতে হারালেও লোকসভা নির্বাচনে ছত্তিশগড়ে প্রাধান্য কায়েম করে বিজেপি। ১১টি লোকসভা আসনের ৯টিতে জেতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিবির। ২টি আসনে জয় হাসিল করে কংগ্রেস। তার মধ্য়ে অন্যতম মাওবাদী অধ্যুষিত বাস্তার লোকসভা কেন্দ্রে জয়ী হন কংগ্রেস প্রার্থী দীপক বেইজ। এক বছর আগে সেই তিনিই চিত্রকোট বিধানসভা কেন্দ্র থেকে ১৭৭৭০ ভোটে জয় লাভ করেছিলেন। ৯০টি আসনের ছত্তিশগড় বিধানসভায় ৬৮টি কেন্দ্র দখল করেছিল কংগ্রেস।

দীপক বেইজ লোকসভায় পৌঁছে গেলে ছত্তিশগড়ের চিত্রকোট বিধানসভা আসনটি ফাঁকা হয়ে যায়। সেই আসনেই উপনির্বাচন হয় গত সোমবার। ৭৮.১২ শতাংশ মানুষ ভোট দেন। মুখোমুখি সমরে অবতীর্ণ হন কংগ্রেসের রাজমান বেনজাম ও বিজেপির লালচুরাম কাশ্যপ। ছত্তিশগড়ের মাও অধ্যুষিত চিত্রকোট বিধানসভা আসন, ১৭৮৬২ ভোটে জিতেছেন কংগ্রেস প্রার্থী। অর্থাৎ ওই এলাকায় নিজেদের জনপ্রিয়তা ও বিশ্বাসযোগ্যতা ধরে রাখতে সক্ষম হয়েছে সোনিয়া গান্ধী শিবির।

মধ্যপ্রদেশ বিধানসভা উপনির্বাচনে আসন হারাচ্ছে বিজেপি মধ্যপ্রদেশ বিধানসভা উপনির্বাচনে আসন হারাচ্ছে বিজেপি

২০১৯ কেরল উপনির্বাচন: বামদূর্গে কংগ্রেসের আস্ফালন শুরু 'প্রাথমিক ট্রেন্ডে' ২০১৯ কেরল উপনির্বাচন: বামদূর্গে কংগ্রেসের আস্ফালন শুরু 'প্রাথমিক ট্রেন্ডে'

English summary
Congress set for another victory in Chhattishgarh bypoll
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X