ভারতীয় দলের কমলা জার্সি নিয়ে কংগ্রেস, সপার অসন্তোষ
৩০ জুন ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে কমলা জার্সি পড়ে মাঠে নামতে পারে ভারতীয় ক্রিকেট দল। আর সেই খবর শোনা মাত্রই দেশের রাজনীতিতে রীতিমতো হইচই শুরু হয়েছে। বিরাট কোহলিদের জার্সির রং পরিবর্তনের পিছনে বিজেপি ও কেন্দ্রের চক্রান্ত রয়েছে বলে অভিযোগ বিরোধী কংগ্রেস ও সমাজবাদী পার্টির।

মহারাষ্ট্র বিধানসভায় বুধবার এই ইস্যুতে ব্যাপক হট্টগোল হয়। ভারতীয় ক্রিকেট দলের কমলা জার্সি নিয়ে অধিবেশন কক্ষে প্রথম আপত্তি তোলেন সংখ্যালঘু বিধায়করা। মহারাষ্ট্রের সমাজবাদী পার্টির বিধায়ক আবু আসিম আজমির অভিযোগ, দেশজুড়ে গৈরিকিকরণ করতে চাইছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার। বিরাট কোহলিদের জার্সির রং পরিবর্তন তারই প্রথম অংশ বলেই ধরছেন আবু আসিম আজমি। তাঁর বক্তব্য, ভারতের জাতীয় পতাকা একজন সংখ্যালঘুই ডিজাইন করেছিলেন। তাই শুধু কমলা নয়, ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে তেরঙ্গা থাকা উচিত বলেই মনে করেন সপা বিধায়ক।
ICC says colour options were given to BCCI and they chose what they felt went best with the colour combination. The whole idea is to be different as England also wears a same shade of blue as India. The design is taken from India’s old T20 jersey which had orange in it. pic.twitter.com/PkPmsjmny6
— ANI (@ANI) June 26, 2019
অন্যদিকে মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা কংগ্রেস বিধায়ক নাসিম খানের কথায়, দেশ জুড়ে গৈরিক রাজনীতি শুরু করেছেন বিজেপি। তেরঙ্গা ভারতের ঐক্য এবং সম্প্রীতির প্রতীকি। গৈরিক রাজনীতির মাধ্যমে বিজেপি তথা নরেন্দ্র মোদী সরকার মানুষে মানুষে বিভেদ তৈরি করতে চাইছে বলেও অভিযোগ করেছেন মহারাষ্ট্রের কংগ্রেস বিধায়ক নাসিম খান।