For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুদ্রাস্ফীতি ও মূল্যবৃদ্ধি নিয়ে সংসদে বিরোধীদের প্রতিবাদ! সামিল হলেন রাহুল-সহ অন্য কংগ্রেস সাংসদরা

মূল্যবৃদ্ধি (price rise), মুদ্রাস্ফীতি (inflation), জিএসটি (GST) ইস্যুতে সংসদে (Parliament) আন্দোলন বিরোধীদের । সেই আন্দোলনে সামিল কংগ্রেসও (Congress)। এদিন রাহুল গান্ধী (Rahul Gandhi)-সহ অন্য কংগ্রেস সাংসদরা। সং

  • |
Google Oneindia Bengali News

মূল্যবৃদ্ধি (price rise), মুদ্রাস্ফীতি (inflation), জিএসটি (GST) ইস্যুতে সংসদে (Parliament) আন্দোলন বিরোধীদের । সেই আন্দোলনে সামিল কংগ্রেসও (Congress)। এদিন রাহুল গান্ধী (Rahul Gandhi)-সহ অন্য কংগ্রেস সাংসদরা। সংসদে গান্ধী মূর্তির পাদদেশে প্রতিবাদ আন্দোলনে সামিল হলেন। বিরোধীদের সেই কর্মসূচি থেকে কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করা হয়। প্রসঙ্গত উল্লেখ করা প্রয়োজন লোকসভার পাশাপাশি রাজ্যসভাতেও মুদ্রাস্ফীতি ও জিএসটি নিয়ে একাধিক বিরোধী সাংসদ আলোচনার দাবি করে নোটিশ দিয়েছেন।

কংগ্রেসের হুঁশিয়ারি

জিএসটি বৃদ্ধি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রাজ্যসভায় বিরোধী দলের নেতা মল্লিকার্জুন খারগে সোমবার বলেছিলেন, তাঁরা মঙ্গলবার গান্ধী মূর্তির কাছে অর্থাৎ সংসদের বাইরে প্রতিবাদ জানাবেন। পাশাপাশি তারা সংসদের ভিতরেও প্রতিবাদ জানাবেন। সেই মতোই এদিন সকালে কংগ্রেস ও
অন্য বিরোধী দলের সাংসদরা সংসদের গান্ধী মূর্তির পাদদেশে কর্মসূচিতে সামিল হয়েছিলেন। পাশাপাশি মূল্যবৃদ্ধির বিরুদ্ধে লড়াইয়ে এনডিএ-র ভিতরে-বাইরে সব দলের কাছে আন্দোলনে সামিল হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।

একসঙ্গে লড়াইয়ের ডাক

এদিনের কর্মসূচিতে সামিল হয়েছিলেন রাজ্যসভায় বিরোধী নেতা মল্লিকার্জুন খারগে। তিনি বহলেন এদিন বিরোধী দলগুলি মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতি এবং কিছু প্রয়োজনীয় পণ্যের ওপরে জিএসটির হার বৃদ্ধির প্রতিবাদ করতে একত্রিত হয়েছে। এব্যাপারে সবাই একসঙ্গে লড়াই করবে বলেও জানান তিনি।

জিএসটি বৃদ্ধি জন বিরোধী

জিএসটি বৃদ্ধি জন বিরোধী

যেভাবে এবং যেসব জিনিসের ওপরে জিএসটি বৃদ্ধি করা হয়েছে, তাকে জনবিরোধী অ্যাখ্যা দিয়েছেন সিপিআই সাংসদ বিনয় বিশ্বম। বিষয়টি নিয়ে তিনি কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেছেন। জিএসটির এই ধরনের বৃদ্ধির বিরুদ্ধেসবকটি বামদল লড়াইয়ে সামিল হবে বলেও জানিয়েছেন তিনি।

টুইটে বিজেপিতে নিশানা রাহুলের

সোমবার কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী জিএসটি বৃদ্ধি নিয়ে বিজেপিকে আক্রমণ করেন। তিনি সেখানে দেখান কীভাবে গই, পনির, চাল, গম, বার্লি, গুড়, মধুর মতো পণ্যের ওপরে কর নেওয়া হচ্ছে। যেসব জিনিসের ওপরে আগে কোনও কর নেওয়া হত না।টুইটে তিনি আরও বলেন, উচ্চহারে ট্যাক্স। চাকরি নেই। একসময়ের বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতি কীভাবে ধ্বংস করা যায় সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে বিজেপি।প্রসঙ্গত সোমবার থেকে প্যাকেট করা এবং লেবেল যুক্ত ডাল, চাল, গম, আটার মতো খাদ্যশস্যে ৫ শতাংশ করে জিএসটি ধার্য করা হয়েছে। এছাড়া প্যাকেটের দই, লস্যির ওপরেও ৫ শতাংশ করে জিএসটি চাপানো হয়েছে।এছাড়াও লেখা কিংবা আঁকার কালি, ব্লেড, ছুরি, পেন্সিল শার্পনার, চামচ, কাটা চামচের ওপরে জিএসটি ১২ শতাংশ থেকে বাড়িয়ে ১৮ শতাংশ করা হয়।সম্প্রতি চণ্ডীগড়ে অনুষ্ঠিত জিএসটি কাউন্সিলের ৪৭ তম বৈঠকে এইসব জিনিসের ওপরে জিএসটি বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়।

ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রীর জন্য দৌড়! তৃতীয় রাউন্ডের শেষে শীর্ষে ঋষি সুনক, প্রতিদ্বন্দ্বী কমে তিনব্রিটেনের নতুন প্রধানমন্ত্রীর জন্য দৌড়! তৃতীয় রাউন্ডের শেষে শীর্ষে ঋষি সুনক, প্রতিদ্বন্দ্বী কমে তিন

English summary
Congress's Rahul Gandhi joins Opposition protest on issues of inflation and price rise, at Parliament
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X