For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কংগ্রেসের সভাপতি নির্বাচনে 'গান্ধী পরিবারের' প্রার্থী খারগেকে সমর্থন! বিক্ষুব্ধ G-23 নেতারা নেই তারুরের পাশে

কংগ্রেসের সভাপতি নির্বাচনে 'গান্ধী পরিবারের' প্রার্থী খারগেকে সমর্থন! বিক্ষুব্ধ G-23 নেতারা নেই তারুরের পাশে

  • |
Google Oneindia Bengali News

কংগ্রেসের সভাপতি নির্বাচনে একদিকে মল্লিকার্জুন খারগে আর অন্যদিকে শশী তারুর প্রতিদ্বন্দ্বিতা করছেন। মল্লিকার্জুন খারগের দিকেই যে সমর্থন তা প্রাথমিক ভাবে বোঝা গিয়েছে, তাঁর সমর্থনে জমা পড়া মনোনয়ন পত্রের সংখ্যায়। কংগ্রেসের যেসব নেতারা একটা সময় দলের কাঠামোর পরিবর্তন করার দাবি করে সোনিয়া গান্ধীকে চিঠি দিয়েছিলেন, তাঁরাই সুক্রবার খারগের মনোনয়নের ফর্মে স্বাক্ষর করেছেন। প্রসঙ্গত খারগেকে এখানে গান্ধী পরিবারের প্রার্থী হিসেবে দেখা হচ্ছে।

বৃহস্পতিবার সিদ্ধান্ত

বৃহস্পতিবার সিদ্ধান্ত

যতক্ষণ পর্যন্ত দেখা দিয়েছে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট কংগ্রেসের সভাপতি পদের নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, ততক্ষণ পর্যন্ত G-23 গোষ্ঠীর নেতারা তাঁদের অবস্থান স্পষ্ট করেননি। তবে সেই জায়গায় নাম নিশ্চিত হতেই বৃহস্পতিবার রাতে আনন্দ শর্মার বাসভবনে খারগেকেই সমর্থনের সিদ্ধান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। তারপর শুক্রবার মণীশ তিওয়ারি, আনন্দ শর্মা, পৃথ্বীরাজ চৌহান এবং ভূপিন্দর সিং হুডার মতো নেতারা খারগের মনোনয়ন ফর্মে স্বাক্ষর করেন।

শশী তারুরকে সমর্থন করেননি

শশী তারুরকে সমর্থন করেননি

সূত্রের খবর অনুযায়ী, এব্যাপারে পৃথ্বীরাজ চৌহান বলেছেন, তাদের গোষ্ঠীর দাবিকে পূরণ করা হয়েছে। তবে তাৎপর্যপূর্ণ বিষয় হল, কংগ্রেসের G-23 গোষ্ঠীতে সামিল হয়েছিলেন তিরুবন্তপুরমের সাংসদ শশী তারুরও। ২০২০-র অগাস্টে এই গোষ্ঠীর নেতারা সোনিয়া গান্ধীকে চিঠি দিয়ে দলের কাঠামোগত পরিবর্তনের দাবি তুলেছিলেন। কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চৌহান সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে বলেছেন, ২০১৯-এ সভাপতির পদ থেকে রাহুল গান্ধী পদত্যাগের পরে তাঁরা সোনিয়া গান্ধীকে চিঠি লিখেছিলেন। সেখানে তাঁদের দুটি দাবি ছিল। একটি হল দলের সর্বক্ষণের সভাপতি থাকা উচিত এবং সভাপতি পদের জন্য নির্বাচন হওয়া উচিত। দুবছর দেরি হলেও এবার তাই হতে চলেছে, বলেছেন কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চৌহান।

সমর্থন চাননি শশী

সমর্থন চাননি শশী

কেন G-23 গোষ্ঠীর নেতারা শশী তারুরকে সমর্থন করেননি, এই প্রশ্নের উত্তরে উঠে আসছে, অন্যরকম তথ্য। জানা গিয়েছে, শশী তারুর কংগ্রেসের সভাপতির পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেওয়া পরে G-23 গোষ্ঠীর নেতাদের কাছ থেকে কোনও সমর্থন চাননি। সেই কারণে G-23 গোষ্ঠীর নেতারা মল্লিকার্জুন খারগেকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছেন। তবে কংগ্রেসের একটি সূত্র বলছে, শশী তারুর সেরকমভাবে কখনই G-23 গোষ্ঠীর অংশ ছিলেন না।

খারগে ও তারুরের তুলনা

খারগে ও তারুরের তুলনা

G-23 গোষ্ঠীর অনেকেই নাকি বলছেন, খারগের সঙ্গে তারুরের কোনও তুলনাই চলে না। খারগে যেখানে সাংগঠনিক কাজে লিপ্ত রয়েছেন বছরের পর বছর ধরে। শ্রমিকদের চাহিদা সম্পর্কে তাঁর ধারনা রয়েছে। খারগে বছরের পর বছর ধরে কংগ্রেস দলটি করে আসছেন। যা নেই তারুরের ক্ষেত্রে। তবে দলের সভাপতি হলে, তাঁকে সারা দেশেই ঘুরে বেড়াতে হবে। সেক্ষেত্রে বয়স বাধা হয়ে দাঁড়াতে পারে খারগের ক্ষেত্রে। তবে এব্যাপারে কোনও বিভাজন মানতে চাননি তারুর। তিনি বলেছেন, প্রত্যেকটি সদস্যের অধিকার রয়েছে, উপযুক্তদের পাশে দাঁড়ানোর।

দেশের ১৩টি শহরে ৫জি পরিষেবার সূচনায় মোদী, টেলিকম দুনিয়ায় নয়া অধ্যায়দেশের ১৩টি শহরে ৫জি পরিষেবার সূচনায় মোদী, টেলিকম দুনিয়ায় নয়া অধ্যায়

English summary
Congress's G-23 leaders are supporting Gandhi family candidate Mallijarjun Kharge but not Shashi Tharoor
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X