For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশের যে কোনও জায়গা থেকে রিমোট ভোটিং মেশিনে ভোট! কেন নির্বাচন কমিশনের প্রস্তাবের বিরোধিতায় বিরোধীরা

দেশের যে কোনও জায়গা থেকে রিমোট ভোটিং মেশিনে ভোট! কেন নির্বাচন কমিশনের প্রস্তাবের বিরোধিতায় বিরোধীরা

  • |
Google Oneindia Bengali News

সোমবার স্বীকৃত রাজনৈতিক দলগুলির বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন। সেখানে পরিযায়ী ভোটারদের জন্য রিমোট ইলেকট্রনিক ভোটিং মেশিনের প্রোটোটাইপ রাজনৈতিক দলগুলির সামনে রাখা হবে। যদিও বেশিরভাগ বিরোধীদল নির্বাচন কমিশনের প্রস্তাবের বিরোধিতা করতে চলেছে বলেই সূত্রের খবর। এই পদ্ধতিতে পরিযায়ীদের ভোটদানে বেশ কিছু অস্পষ্টতা রয়েছে। পরিযায়ীদের সংজ্ঞা এবং সংখ্যা নিয়ে অস্পষ্টতা রয়েছে বলে অভিযোগ বিরোধীদের।

বিরোধীদের বৈঠকে আলোচনা

বিরোধীদের বৈঠকে আলোচনা

সোমবার নির্বাচন কমিশনের বৈঠকে হাজির হওয়ার আগে রবিবার অন্তত ১২ টি রাজনৈতিক দল দিল্লিতে বৈঠক করে। তার মধ্যে সিপিআইএম ও কংগ্রেস ছাড়াও ছিল আরজেডি, জেডিইউ, ঠাকরে পন্থী শিবসেনা, ন্যাশনাল কনফারেন্স, সিপিআই, আরএসপি, জেএমএম, ভিসিকে, মুসলিম লিগ এবং পিডিপি। এই বৈঠকে বিরোধীদের সম্মিলিন কৌশল নিয়ে আলোচনা হয়। এই বৈঠকে হাজির ছিলেন রাজ্যসভার নির্দলীয় সাংসদ কপিল সিবালও। বৈঠকে না থাকলেও সমাজবাদী পার্টি এবং এনসিপি জানিয়েছে, তারা নির্বাচন কমিশনের প্রস্তাবের বিরোধিতা করবে।
এছাড়াও ডিএমকে, তৃণমূল কংগ্রেস, কেরল কংগ্রেস এম, আরএলডি, এমডিএমকে এবং আপের মতো দলগুলিও নির্বাচন কমিশনের প্রস্তাবের বিরোধিতায় সামিল হবে বলে জানা গিয়েছে।

দিগ্বিজয় সিং-এর সঙ্গে বিক্ষোভে যোগ

দিগ্বিজয় সিং-এর সঙ্গে বিক্ষোভে যোগ

যে ১২ টি দল রবিবার দিল্লিতে বৈঠক করে, তারা দিগ্বিজয় সিং-এর সঙ্গে বিক্ষোভে অংশ নেবে বলে জানা গিয়েছে। দিগ্বিজয় সিং জানিয়েছেন, বিরোধী দলগুলি নির্বাচন কমিশনে তাদের লিখিত প্রতিক্রিয়া চূড়ান্ত করতে ২৫ জানুয়ারি ফের বৈঠক করবে। ১৬ জানুয়ারি নির্বাচন কমিশনে বৈঠকের পরে বিষয়টি নিয়ে চূড়ান্ত মতামত জানানোর জন্য কমিশনের তরফে ৩১ জানুয়ারি চূড়ান্ত সময়সীমা ধার্য করা হয়েছে। সেখানেই এইসব বিরোধী দলগুলি জানাবে, তারা নির্বাচন কমিশনের প্রস্তাব সমর্থন করছে না। বৈঠকে যোগ দেওয়া সিপিআই-এর সাধারণ সম্পাদক ডি রাজা বলেছেন, দলগুলিতে বিশ্বাসে না নিয়ে নির্বাচন কমিশন একতরফা ভাবে কোনও ব্যাপারে এগোতে পারে না।

কেন বিরোধিতা

কেন বিরোধিতা

নির্বাচন কমিশনের রিমোট ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোটদানে কেন বিরোধিতা, সেই প্রসঙ্গে দিগ্বিজয় সিং বলেছেন, তারা বিষয়টিকে পাকাপোক্ত বলে এখনও মনে করছেন না। সেখানে বড় রাজনৈতিক অসঙ্গতি এবং সমস্যা রয়েছে বলেও দাবি করেছেন বর্ষীয়ান ওই কংগ্রেস নেতা। সেখানে পরিযায়ী কাদের বলা হবে, তার কোনও সংজ্ঞা দেওয়া নেই। এছাড়াও পরিযায়ীদের সংখ্যাটা ঠিক কত, তাও পরিষ্কার নয়। সেই কারণেই নির্বাচন কমিশনের প্রস্তাবের বিরোধিতা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং ইলেকট্রনিক ভোটিং মেশিন নিয়েও সন্দেহ প্রকাশ করে বলেছেন, গত বছরের মে মাসে সুশীল সমাজের তরফে বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়েছিল। সেব্যাপারে নির্বাচন কমিশন এখনও সাড়া দেয়নি বলেও অভিযোগ করেছেন তিনি।

গত বছরের শেষে কমিশনের ঘোষণা

গত বছরের শেষে কমিশনের ঘোষণা

এব্যাপারে উল্লেখ করা যেতে পারে গত বছরের একেবারে শেষের দিকে ২৯ ডিসেম্বর নির্বাচন কমিশনের তরফে জানানো হয়, তারা পরিযায়ীদের জন্য দূরবর্তী কেন্দ্র থেকে ভোটগ্রহণে তৈরি। যে প্রক্রিয়ায় নিজের রাজ্যে না গিয়েও সেই ব্যক্তি নিজের জন্য নির্দিষ্ট কেন্দ্রে ভোট দিতে পারবেন। তারপরেই স্বীকৃত রাজনৈতিক দলগুলিকে ১৬ জানুয়ারি পুরো বিষয়টি পর্যবেক্ষণের জন্য আমন্ত্রণ জানায়।

প্রধানমন্ত্রী মোদীর রোড-শো দিয়ে শুরু বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠক! বিরোধীদের 'বার্তা' অমিত শাহের প্রধানমন্ত্রী মোদীর রোড-শো দিয়ে শুরু বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠক! বিরোধীদের 'বার্তা' অমিত শাহের

English summary
Congress's Digvijaya Singh specifies why opposition parties opposes EC's remote voting machine proposal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X