For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি শাসিত রাজ্যে নির্বাচন! মোদীর দলের মোকাবিলায় প্রার্থী তালিকায় 'বিশেষ সূত্র' রাহুলের

ছত্তিসগড়ে বিধানসভা নির্বাচনের জন্য তাদের প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করল কংগ্রেস। ১২ নভেম্বর প্রথম পর্যায়ে যে ১৮ টি আসনে নির্বাচন হবে, তার মধ্যে ১২ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

ছত্তিসগড়ে বিধানসভা নির্বাচনের জন্য তাদের প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করল কংগ্রেস। ১২ নভেম্বর প্রথম পর্যায়ে যে ১৮ টি আসনে নির্বাচন হবে, তার মধ্যে ১২ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। ১২ টি আসনের মধ্যে আটটি আসনে গতবার জয় পেয়েছিল কংগ্রেস। এরমধ্যে ৭ টি আসনে গতবারের প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়েছে।

বিজেপি শাসিত রাজ্যে নির্বাচন! মোদীর দলের মোকাবিলায় প্রার্থী তালিকায় বিশেষ সূত্র রাহুলের

১২ নভেম্বর মাওবাদী অধ্যুষিত বস্তার, বিজাপুর, দান্তেওয়ারা, সুকমা, কোন্দাগাঁও, কাঙ্কের, নারায়ণপুর এবং রাজনন্দগাঁও-এ নির্বাচন হওয়ার কথা রয়েছে।

কংগ্রেসের তরফে যে ১২ টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে, তার মধ্যে ১১ টি আসন উপজাতিদের জন্য সংরক্ষিত। ২০১৩-র নির্বাচনে এর মধ্যে থেকে ৮ টি আসনে জয় পেয়েছিল কংগ্রেস। ৭ আসনে আগের প্রার্থীদের মনোনয়ন দেওয়া হলেও, কাঙ্কেরে শঙ্কর ধ্রুবের জায়গায় প্রার্থী করা হয়েছে শিশুপাল সোরিকে।

মাওবাদী অধ্যুষিত দান্তেওয়াড়ায় প্রার্থী করা হয়েছে কংগ্রেস নেতা মহেন্দ্র কর্মার স্ত্রী দেবতী কর্মাকে। দেবতীই এলাকার বর্তমান বিধায়ক। মহেন্দ্র কর্মা মাওবাদী বিরোধী জনসাধারণের বাহিনী 'সালোয়া জুলুম' গড়ে তুলেছিলেন। ২০১৩-তে জিরম ঘাঁটিতে মাওবাদীদের হামলায় মারা গিয়েছিলেন মহেন্দ্র কর্মা। কোন্তা থেকে প্রার্থী কাওয়াসি লখমা। ২০১৩-র মাওবাদী হামলায় বেঁচে গিয়েছিলেন তিনি।

ছত্তিসগড়ে প্রথমদফার নির্বাচনে কংগ্রেস প্রকাশিত ১২ টি আসনে প্রার্থীদের নাম
১) আন্তাগড়( উপজাতি সংরক্ষিত): অনুপ নাগ
২) ভানুপ্রতাপপুর ( উপজাতি সংরক্ষিত): মনোজ সিং মাণ্ডভী
৩) কাঙ্কের ( উপজাতি সংরক্ষিত): শিশুপাল সোরি
৪) কেশকাল ( উপজাতি সংরক্ষিত): সান্তরাম নেতাম
৫) কোণ্ডাগাঁও ( উপজাতি সংরক্ষিত): মোহনলাল মারকম
৬) নারায়ণপুর ( উপজাতি সংরক্ষিত): চন্দন কাশ্যপ
৭) বস্তার ( উপজাতি সংরক্ষিত): লাখেশ্বর বাঘেল
৮) জগদলপুর: রেখচাঁদ জৈন
৯) চিত্রকোট ( উপজাতি সংরক্ষিত): দীপককুমার বেজ
১০) দান্তেওয়ারা ( উপজাতি সংরক্ষিত): দেবতী কর্মা
১১) বিজাপুর ( উপজাতি সংরক্ষিত): বিক্রম শাহ মাণ্ডভী
১২) কোন্টা ( উপজাতি সংরক্ষিত): কাওয়াসি লাখমা

ছত্তিসগড়ে দ্বিতীয় দফার নির্বাচন হওয়ার কথা ২০ নভেম্বর। নির্বাচন হবে ৭২ টি আসনে। গণনা হবে ১১ ডিসেম্বর।

English summary
Congress Releases First List For Chhattisgarh, Repeats 7 Of 8 Legislators
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X