For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যুব ও নারী ক্ষমতায়নে জোর, যোগীরাজ্যে যুব ইস্তেহার কী চমক আনল কংগ্রেস, দেখুন

যুব ও নারী ক্ষমতায়নে জোর, যোগীরাজ্যে যুব ইস্তেহার কী চমক আনল কংগ্রেস, দেখুন

Google Oneindia Bengali News

পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনে নিজেদের জায়গা পাকা করতে ময়দানে নেমে পড়েছে কংগ্রেস। প্রার্থী তালিকাও ঘোষণা শুরু হয়ে গিয়েছে। এবার পালা নির্বাচনী ইস্তেহারের। উত্তরপ্রদেশের নির্বাচনকে মাথায় রেখে শুক্রবার কংগ্রেসের পক্ষ থেকে '‌যুব ইস্তেহার’‌ প্রকাশ করা হয়। '‌ভারতী বিধান’‌ নামে এই ইস্তেহারে কংগ্রেস ২০ লক্ষ চাকরির সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতির পাশাপাশি যুব সমাজের জন্য দলের দৃষ্টিভঙ্গী তুলে ধরারও আশ্বাস দেওয়া হয়েছে।

কি রয়েছে ইস্তেহারে

কি রয়েছে ইস্তেহারে

ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত হয়ে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বলেন, '‌যুব ইস্তেহারের পেছনে থাকা ধারণাগুলি কোনও ফাঁপা শব্দ নয়, উত্তরপ্রদেশের যুব সমাজ যে সমস্যার সম্মুখীন হচ্ছে তা মোকাবিলা করার জন্য এটি কংগ্রেস দলের কৌশল। এই ইস্তেহারে যুবকদের কীভাবে চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে এবং তাঁদের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ কীভাবে গড়ে তোলা হবে তার বিস্তারিত তথ্য রয়েছে।' প্রসঙ্গত, কংগ্রেস যুব ও মহিলাদের মাথায় রেখে নির্বাচনে এগোতে চাইছে এবং সে কারণে দল উত্তরপ্রদেশে ৪০ শতাংশ টিকিট মহিলাদের জন্য সংরক্ষণ করে রেখেছে। এর পাশাপাশি দলের পক্ষ থেকে এও বলা হয়েছে যে উত্তরপ্রদেশে ২০ লক্ষ চাকরি তৈরি করা হবে, যার মধ্যে ৮ লক্ষ মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে।

বিজেপির ওপর থেকে আস্থা হারিয়েছে যুবরা

বিজেপির ওপর থেকে আস্থা হারিয়েছে যুবরা

বেকারত্বের ইস্যু নিয়ে রাজ্যের ক্ষমতাসীন বিজেপিকে নিন্দা করে, উত্তরপ্রদেশের কংগ্রেসের সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা প্রিয়াঙ্কা গান্ধী জানিয়েছেন যে সরকার ২৫-৩০ লক্ষ চাকরির প্রতিশ্রুতি দিয়ে বড় ঘোষণা করে, কিন্তু সেগুলি দিতে ব্যর্থ হয়। তিনি বলেন, '‌উত্তরপ্রদেশের যুবকরা চাকরি দেওয়ার ক্ষেত্রে সরকারের গ্যারান্টির উপর আস্থা হারিয়েছে। আমরা তাঁদের উদ্বেগের সমাধান করব এবং সমাধানের প্রস্তাব দিয়ে তাঁদের বিশ্বাস পুনরুদ্ধার করব। আমরা জনগণের জন্য কাজ করতে চাই।'‌ প্রিয়াঙ্কা এর সঙ্গে এও জানিয়েছেন যে এই লক্ষ্য নিয়ে প্রাথমিক ও সেকেন্ডারি স্কুলে দেড়লক্ষ শিক্ষকের শূণ্যপদ ও পুলিশ বাহিনীতে শূণ্যপদ পূরণ করা হবে। শুধু তাই নয়, সবচেয়ে পিছিয়ে পড়া সম্প্রদায়ের যুবকদের ব্যবসা শুরু করতে ১ শতাংশ সুদে ঋণ দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

জব ক্যালেন্ডার, পরীক্ষার জন্য ফি মকুব

জব ক্যালেন্ডার, পরীক্ষার জন্য ফি মকুব

ইস্তেহার প্রকাশে এসে প্রিয়াঙ্কা গান্ধী অভিযোগ তুলেছেন যে যে সরকারি চাকরির জন্য ভর্তি প্রক্রিয়া কেলেঙ্কারী এবং বিতর্কের মধ্যে আবদ্ধ হয়ে পড়েছে, যার ফলে রাজ্যে ব্যাপক হারে বেকারত্বের সৃষ্টি হয়েছে। তিনি বলেন, '‌প্রবেশিকামূলক পরীক্ষায় বড়সড় কেলেঙ্কারি হয়, প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়া এবং পরীক্ষা পরে বাতিল হয়ে যায়। আমরা আশ্বাস দিচ্ছি এ ধরনের কেলেঙ্কারি আর হবে না রাজ্যে এবং যুব ইস্তেহারে দেওয়া রয়েছে আমরা কি কি পদক্ষেপ নিতে চলেছি।'‌ এই উদ্যোগগুলির মধ্যে একটি চাকরির ক্যালেন্ডার অন্তর্ভুক্ত রয়েছে, যেখানে নিয়োগের বিজ্ঞাপন, পরীক্ষা, নিয়োগের তারিখগুলি রেকর্ড করা হবে এবং তা লঙ্ঘনের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রিয়াঙ্কা গান্ধী এও জানিয়েছেন যে সমস্ত নিয়োগ পরীক্ষার জন্য আবেদন ফি মকুব করা হবে এবং যারা এই ধরনের পরীক্ষায় অংশগ্রহণ করবে তারা ট্রেন এবং বাসে বিনামূল্যে ভ্রমণ করতে পারবে। তাছাড়া, একক-উইন্ডো বৃত্তির আবেদনও সেট আপ করা হবে। সংরক্ষণ কেলেঙ্কারি রোধ করতে প্রতিটি নিয়োগ পরীক্ষার জন্য সামাজিক ন্যায়বিচার সুপারভাইজার থাকবে বলেও জানিয়েছেন তিনি।

কংগ্রেসের নতুন দৃষ্টিভঙ্গী

কংগ্রেসের নতুন দৃষ্টিভঙ্গী

রাহুল গান্ধী জানিয়েছেন যে ২০১৪ সালে বিজেপি যে দৃষ্টিভঙ্গী নিয়ে এগিয়েছিল তা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে এবং ভারতের এখন নতুন দৃষ্টিভঙ্গীর প্রয়োজন রয়েছে। তিনি ঘোষণা করেন, '‌প্রত্যেক বছর প্রধানমন্ত্রী মোদী ২ কোটি চাকরির প্রতিশ্রুতি দেন, কিন্তু সকলেই বাস্তবটা জানেন। ৪০ বছরের মধ্যে সবচেয়ে বেশি বেকারত্ব উত্তরপ্রদেশে। আজ দেশ ও রাজ্যের তরুণদের প্রয়োজন নতুন দৃষ্টিভঙ্গী। এটা একমাত্র কংগ্রেসই দিতে পারে।'‌

উত্তরপ্রদেশে নির্বাচন ও কংগ্রেসের প্রার্থী ঘোষণা

উত্তরপ্রদেশে নির্বাচন ও কংগ্রেসের প্রার্থী ঘোষণা

সাত দফায় নির্বাচন হতে চলেছে উত্তরপ্রদেশে। যা শুরু হবে ১০ ফেব্রুয়ারি থেকে। ১০ মার্চ গণনা উত্তরপ্রদেশ সহ বাকি রাজ্যগুলির। বৃহস্পতিবারই কংগ্রেসের দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। ওই তালিকায় ১৬ জন মহিলা প্রার্থী সহ মোট ৪১ জন প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছে। এই ১৬ জন মহিলা প্রার্থীর মধ্যে রয়েছেন পুনম পণ্ডিতও, যিনি কৃষক আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। এছাড়াও প্রয়াত কংগ্রেসের মুখপাত্র রাজীব ত্যাগীর স্ত্রী সঙ্গীতা ত্যাগীকেও প্রার্থী করা হয়েছে। তিনি সাহিবাবাদ বিধানসভা কেন্দ্র থেকে লড়বেন। এই নিয়ে এখনও অবধি কংগ্রেস দুই দফায় মোট ১৬৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের জন্য।

UP election 2022: উত্তর প্রদেশে কংগ্রেসের মুখ্যমন্ত্রী মুখ প্রিয়াঙ্কা গান্ধীইUP election 2022: উত্তর প্রদেশে কংগ্রেসের মুখ্যমন্ত্রী মুখ প্রিয়াঙ্কা গান্ধীই

English summary
congress release youth manifesto for uttar pradesh assembly
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X