For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কংগ্রেস একাই একশো গোয়ার নির্বাচনে বিজেপিকে হারাতে, খারিজ তৃণমূলের জোট প্রস্তাব

কংগ্রেস একাই একশো গোয়ার নির্বাচনে বিজেপিকে হারাতে, খারিজ তৃণমূলের জোট প্রস্তাব

  • |
Google Oneindia Bengali News

তৃণমূলের সঙ্গে কি জোট হবে কংগ্রেসের, গোয়া নির্বাচনের আগে লাখ টাকার প্রশ্ন ছিল সেটা। নির্বাচনের প্রাক মুহূর্তে তৃণমূলের কাছ থেকে প্রস্তাব পেয়ে কংগ্রেস তা নিয়ে আলোচনা করেছিল। কিন্তু সেই প্রস্তাব গ্রহণ না করে জোটের সম্ভাবনা খারিজ করে দিয়েছে কংগ্রেস। সাফ জানিয়ে দেওয়া হল তৃণমূলের সঙ্গে জোট করার কোনও প্রশ্নই নেই।

তৃণমূলের কাছ থেকে জোট প্রস্তাব পেয়ে

তৃণমূলের কাছ থেকে জোট প্রস্তাব পেয়ে

গোয়া নির্বাচন ঘোষণার ঠিক প্রাক মুহূর্তে তৃণমূলের পক্ষে জোটের প্রস্তাব পাঠানো হয়েছিল কংগ্রেসের কাছে। তৃণমূলের কাছে সেই প্রস্তাব পাওয়ার পর দলের হাইকম্যান্ড রাহুল গান্ধী শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছিলেন। গোয়া নির্বাচনের দায়িত্বে থাকা শীর্ষ নেতা পি চিদম্বরম ও কেসি বেণুগোপালের সঙ্গে আলোচনা করেছিলেন। তারপর গোয়া প্রদেশ নেতৃত্বের সঙ্গেও তিনি কথা বলেন।

কংগ্রেসকে ভেঙে সংগঠন গড়েছে তৃণমূল

কংগ্রেসকে ভেঙে সংগঠন গড়েছে তৃণমূল

প্রদেশ কংগ্রেস নেতৃত্ব তৃণমূলের সঙ্গে জোটে যেতে রাজি নন। তাঁদের কথা, নির্বাচনের আগে কংগ্রেসকে ভেঙে তৃণমূল সংগঠন বাড়িয়েছে। বিজেপির বিরুদ্ধে লড়াই যদি উদ্দেশ্য হবে, তবে প্রথমেই কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে চলত তারা। কংগ্রেসকে ভেঙে সংগঠন গড়ে তুললেও এখন হালে পানি পাচ্ছে না বলেই তৃণমূল কংগ্রেস জোট প্রস্তাব দিয়েছে।

এককভাবে বিজেপিকে হারাতে সক্ষম কংগ্রেস

এককভাবে বিজেপিকে হারাতে সক্ষম কংগ্রেস

তৃণমূলের মূল লক্ষ্য গোয়ায় সংগঠনের প্রসার বৃদ্ধি করা। গোয়ার মাটিতে টিকে থাকা। বিজেপিকে হারানো তাদের উদ্দেশ্য নয়। এখন কংগ্রেসের দিকে হাওয়া বুঝে তৃণমূল তাদের সঙ্গে হাত মেলাতে চাইছে। দু-একটা আসনে জিতে তারা গোয়ার মাটিতে টিকে থাকতে চাইছে। গোয়ায় কংগ্রেসই সরকার গড়বে। তারা এককভাবে বিজেপিকে হারাতে সক্ষম। এবারের নির্বাচনের তার প্রমাণ করে দেবে কংগ্রেস।

তৃণমূলের জোট প্রস্তাব খারিজ কংগ্রেসের

তৃণমূলের জোট প্রস্তাব খারিজ কংগ্রেসের

নির্বাচনের তিন মাস আগে কংগ্রেসকে ভেঙে তৃণমূল গোয়ায় সংগঠন বিস্তার করতে চেয়েছিল। তাতে বিজেপিরই যে ফায়দা হবে তা জলের মতো পরিষ্কার। সেই সহজ সত্যটা বুঝে তৃণমূলে যাওয়া কংগ্রেস নেতা-নেত্রীরা ফের ঘরে ফিরতে শুরু করেছে। গোয়ার মানুষ পরিবর্তন চাইছে। বিজেপিরনির্বাচনের তিন মাস আগে কংগ্রেসকে ভেঙে তৃণমূল গোয়ায় সংগঠন বিস্তার করতে চেয়েছিল। তাতে বিজেপিরই যে ফায়দা হবে তা জলের মতো পরিষ্কার। সেই সহজ সত্যটা বুঝে তৃণমূলে যাওয়া কংগ্রেস নেতা-নেত্রীরা ফের ঘরে ফিরতে শুরু করেছে। গোয়ার মানুষ পরিবর্তন চাইছে। বিজেপির সুবিধা হয় এমন কোনও পাতা ফাঁদে তারা পা দেবেন না। তাই তৃণমূলের জোট প্রস্তাব মানারও কোনও প্রয়োজন নেই। তারা এতদিন বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার কাজটাই করে গিয়েছে।

তৃণমূলের জোট প্রস্তাব খারিজে কী বার্তা

তৃণমূলের জোট প্রস্তাব খারিজে কী বার্তা

কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল রাও আগেই জানিয়ে দিয়েছেন তৃণমূলের জোট প্রস্তাব তারা খারিজ করে দিচ্ছে। গোয়া কংগ্রেসের পর্যবেক্ষক দীনেশ গুন্ডুরাও বলেন, বেণুগোপালজি তো স্পষ্ট করে দিয়েছেন। তৃণমূল এখনও কার কথা শোনার জন্য অপেক্ষা করে আছে! কংগ্রেসের হাইকম্যান্ডও খারিজ করেছে ওই প্রস্তাব। অর্থাৎ কংগ্রেসের হাইকম্যান্ডের সঙ্গে দূরত্ব ঘুচল না তৃণমূলের।

তৃণমূলের দিবাস্বপ্ন হয়েই থেকে যাবে গোয়ায় জয়

তৃণমূলের দিবাস্বপ্ন হয়েই থেকে যাবে গোয়ায় জয়

গোয়া কংগ্রেসের অন্যতম পর্যবেক্ষক পি চিদম্বরম বলেন, গোয়ার নির্বাচনী যুদ্ধ বিজেপি ও কংগ্রেসের মধ্যে। সেখানে তৃণমূল বা আম আদমি পার্টির কোনও জায়গা নেই। দলগুলি এসে যদি বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চায়, তাদের কংগ্রেসের নেতৃত্ব মানতে হবে। তৃণমূল কয়েকমাস আগে এসে কংগ্রেসকে ভেঙে পরিবর্তন ঘটানোর স্বপ্ন দেখছে, তা যে দিবাস্বপ্ন হয়েই থেকে যাবে, এখন বুঝতে পারছে তৃণমূল।

English summary
Congress rejects TMC’s alliance proposal in Goa Assembly Election 2022,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X