For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কর্ণাটকে সফল 'রিসর্ট পলিটিক্স' ফর্মুলা তেলাঙ্গানায় প্রয়োগ কংগ্রেসের

কর্ণাটকের সফল 'রিসর্ট পলিটিক্স' এর প্রয়োগ এবার তেলাঙ্গানায় করতে চলেছে কংগ্রেস।

  • |
Google Oneindia Bengali News

কর্ণাটকের সফল 'রিসর্ট পলিটিক্স' এর প্রয়োগ এবার তেলাঙ্গানায় করতে চলেছে কংগ্রেস। কেনাবেচা রুখতে তেলাঙ্গানার কংগ্রেস বিধায়কদের জন্য কর্ণাটকে রিসর্টের বন্দোবস্ত করা হয়েছে। কর্ণাটকে যে ফর্মুলায় সাফল্য এসেছে, সেটাই এখানে প্রয়োগ করতে চাইছে কংগ্রেস। আর একাজে ব্যবহার করা হয়েছে কর্ণাটকের মন্ত্রী তথা কংগ্রেস নেতা ডি শিবকুমারকে।

কর্ণাটকে সফল রিসর্ট পলিটিক্স ফর্মুলা তেলাঙ্গানায় প্রয়োগ কংগ্রেসের

কর্ণাটকের ভোটের সময় এই শিবকুমারই কংগ্রেস ও জেডিএসের বিধায়কদের একসঙ্গে করে রেখেছিলেন বেশ কয়েকদিন। তেলাঙ্গানায় যদি কংগ্রেস ও টিডিপি জোট ১১৯টি আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ৬০টি আসন না পায়, সেজন্যই এই ব্যবস্থা করা হয়েছে।

এবছরের মাঝামাঝি কর্ণাটকের নির্বাচনের পর কংগ্রেস ও জেডিএস জোট বাঁধে। তার আগে পর্যন্ত বিজেপি যাতে দুই দলের কোনও বিধায়ককে ভাঙিয়ে না নিতে পারে সেজন্য শিবকুমার ত্রাতার ভূমিকা নিয়েছিলেন। দুই দলের বিধায়কদের একসঙ্গে রাখার কাজ করেছিলেন। সেই মাস্টারস্ট্রোকের ফলে শপথ নিয়েও বিজেপির বিএস ইয়েদুরাপ্পাকে সরে যেতে হয়েছিল।

তেলাঙ্গানায় টিআরএস জিতবে বলে আশাবাদী কে চন্দ্রশেখর রাও। তিনি ফের মুখ্যমন্ত্রী হওয়ার আশা করছেন। এদিকে টিডিপি ও কংগ্রেস জোট এরাজ্যে ক্ষমতায় ফিরবে বলে মনে করছেন রাহুল গান্ধীরা। এখন দেখার ভোটের ফলে কোন ট্রেন্ড দেখা যায়।

[আরও পড়ুন:Election Results Live- ৫ রাজ্যের বিধানসভার ভোটগণনা শুরু][আরও পড়ুন:Election Results Live- ৫ রাজ্যের বিধানসভার ভোটগণনা শুরু]

English summary
Congress readies Bangalore resorts to save Telangana cong MLAs from being poached
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X