For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌কংগ্রেসের রাজ্যসভার প্রার্থী তালিকা প্রকাশ, প্রিয়াঙ্কা কি পেলেন জায়গা?

‌কংগ্রেসের রাজ্যসভার প্রার্থী তালিকা প্রকাশ, প্রিয়াঙ্কা কি পেলেন জায়গা?

Google Oneindia Bengali News

বৃহস্পতিবার কংগ্রেসের পক্ষ থেকে রাজ্য সভা নির্বাচনের প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। কিন্তু অবিশ্বাস্যভাবে সেখানে নাম নেই কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীর।

তালিকায় বাদ প্রিয়াঙ্কা

তালিকায় বাদ প্রিয়াঙ্কা

কংগ্রেসের তালিকা অনুযায়ী দলের শীর্ষ দলের নেতা দিগ্বিজয় সিং এবং ফুল সিং বারাইয়া মধ্যপ্রদেশ থেকে প্রার্থী হবেন। এআইসিসি-এর সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল রাজস্থান থেকে প্রার্থী হবেন। ছটি জেলার জন্য নজন প্রার্থীকে মনোনীত করা হয়েছে। কিন্তু তালিকায় অন্য সকলের নাম দেখা গেলেও প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রের নাম কোথাও উল্লেখ নেই। যদিও সকলেই ভেবেছিলেন রাজ্যসভার নির্বাচনের প্রার্থী তালিকায় প্রিয়াঙ্কার নাম থাকবে, কিন্তু সব জল্পনার অবসান হল এই তালিকা প্রকাশের পরই।

রাজ্য সভার মনোনীত প্রার্থী কারা হবেন আমি সিদ্ধান্ত নিই না

রাজ্য সভার মনোনীত প্রার্থী কারা হবেন আমি সিদ্ধান্ত নিই না

এইদিন তালিকা প্রকাশের আগে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী জানান যে তিনি যেহেতু দলের প্রধান নন, তাই তাঁর কোনও ক্ষমতা নেই দলের মধ্যে টিকিট বিতরণ করার। সংসদে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল বলেন, ‘‌আমি দলের সভাপতি নই এবং আমি রাজ্য সভায় মনোনীত প্রার্থী কারা হবেন সে বিষয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারি না। আমি দেশের অর্থনীতি সম্পর্কে যুব সমাজকে বলতে পারি, যাঁরা আমার দলে রয়েছেন।'‌

বিজেপির তালিকা

বিজেপির তালিকা

বৃহস্পতিবার বিজেপির পক্ষ থেকে রাজ্য সভার দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। যেখানে নাম রয়েছে জাতীয় সহ-সভাপতি হরিয়ানার দুষ্যন্ত গৌতম। তার সঙ্গে রাম চন্দ্র ঝ্যাংরা, তিনি হরিয়ানা বিজেপিতে রয়েছে। এছাড়াও হিমাচল প্রদেশের ইন্দু গোস্বামি ও মহারাষ্ট্রের ভাগওয়াত কারারেরও নাম রয়েছে তালিকাতে। এর সঙ্গে মহারাষ্ট্রের বিধান সভার উপ-নির্বাচনের জন্য বিজেপির অমরিশ প্যাটেলের নাম রয়েছে।

English summary
Congress on Thursday released the list of its candidates for Rajya Sabha election. The party has fielded a total of nine candidates from across six states.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X