For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিধানসভা নির্বাচনে ক্ষমতায় এলে দিল্লিতে বাতিল হবে নাগরিকত্ব আইন, প্রতিশ্রুতি কংগ্রেসের

  • |
Google Oneindia Bengali News

দিল্লির বিধানসভা নির্বাচনের আগেই প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিতে শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি। ভোটের আগে প্রথমে আপ, তারপর বিজেপি, সবশেষে কংগ্রেস একাধিক দাবী দাওয়া কে সামনে এনে আশ্বস্ত করেছেন সাধারণ মানুষকে। এরমধ্যেই, বিধানসভা নির্বাচনের ইস্তেহার প্রকাশ করল দিল্লি কংগ্রেস।

বিধানসভা নির্বাচনে ক্ষমতায় এলে দিল্লিতে বাতিল হবে সিএএ

রবিবার দিল্লি কংগ্রেস সভাপতি সুভাষ চোপড়া এবং দলীয় নেতা আনন্দ শর্মা এবং অজয় মাকেন এই দলীয় ইস্তেহারটি প্রকাশ করেন। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, ক্ষমতায় এলে নয়া নাগরিকত্ব সংশোধনী আইন দিল্লি তে কিছুতেই লাগু হতে দেওয়া হবেনা বলে জানায় দিল্লি কংগ্রেস, দরকারে সুপ্রিম কোর্ট অবধিও যাওয়ার প্রতিশ্রুতি দেয় তারা।

এছাড়াও হারানো জমি পুনরুদ্ধার করতে আরও একা ঝাঁক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কংগ্রেসের ইস্তেহারে। বিদায়ী আপ প্রধান কেজরিওয়ালও যদিও এই আইনের বিরোধিতা করেছেন, তবু ইস্তেহারে নাগরিকত্ব আইন বিরোধী প্রচার প্রথম কংগ্রেসই করল।

পাশাপাশি, ক্ষমতায় এলে এনআরসি ও এনপিআর-এর বর্তমানে সংস্করণকেও বয়কট করার ঘোষণা রয়েছে ইস্তেহারে। কেজরিওয়ালকে টেক্কা দিতে মাসে ৩০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে সাপ্লাই দেওয়ার প্রতিশ্রুতিও দেয় কংগ্রেস। রাজধানী জুড়ে ১০০টি 'ইন্দিরা ক্যান্টিন' খোলার কথা ঘোষণা করা হয়েছে ইস্তেহারে, যেখানে মাত্র ১৫ টাকায় সুষম পুষ্টিকর আহার পাওয়া যাবে।

English summary
Congress promises to go to Supreme Court against citizenship law if they comes to power in Delhi Assembly
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X