For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতা-মায়ার পর প্রিয়াংকা! রাজীব-তনয়াকে সামনে এনে বাজিমাতের চাল কংগ্রেসের

নরেন্দ্র মোদীকে রুখতে এবার প্রিয়াংকাকে সামনে আনতে চাইছে কংগ্রেস। ২৪ ঘণ্টা আগেই রাহুল গান্ধী জানিয়েছেন, তিনি প্রয়োজনে মমতা-মায়ার নেতৃত্ব মেনে নিতে রাজি।

Google Oneindia Bengali News

নরেন্দ্র মোদীকে রুখতে এবার প্রিয়াংকাকে সামনে আনতে চাইছে কংগ্রেস। ২৪ ঘণ্টা আগেই রাহুল গান্ধী জানিয়েছেন, তিনি প্রয়োজনে মমতা-মায়ার নেতৃত্ব মেনে নিতে রাজি। তাঁরা যদি প্রধানমন্ত্রী হন তিনি তাঁদের নেতৃত্বে কাজ করবেন। তাঁর কাছে প্রধানমন্ত্রীর কুর্সি নয়, বিজেপি ও আরএসএসকে হারানোই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ।

মমতা-মায়ার পর প্রিয়াংকা! রাজীব-তনয়াকে সামনে এনে বাজিমাতের চাল কংগ্রেসের

রাহুল গান্ধী মূলত কোনও মহিলা মুখকে সামনে চাইছেন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য। তাই মমতা বন্দ্যোপাধ্যায় ও মায়াবতীর পাশাপাশি তিনি অনুজা প্রিয়াংকাকে সামনে নিয়ে আসতে চাইছেন। কংগ্রেস শীর্ষ নেতৃত্বেরও তাই অভিমত। প্রিয়াংকাকে সামনে আনলেই বাজিমাত করা যাবে এই বিশ্বাস রয়েছে তাঁদের।

কংগ্রেস শীর্ষ নেতৃত্ব সূত্রেই জানা গিয়েছে, ঘরোয়া আলোচনায় রাহুল গান্ধী স্বয়ং এই ইচ্ছাপ্রকাশ করেছেন। তিনিও চান প্রিয়াংকা এবার সামনে আসুন। প্রয়োজনে তিনি কংগ্রেসের মুখ হন। রাহুল কংগ্রেস সভাপতি হিসেবে সংগঠন সামলাবেন, জোট নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রাখবেন। তাহলে আরও সুদৃঢ় হবে লড়াই।

রাহুল গান্ধীর অভিমত তিনি প্রধানমন্ত্রী হওয়ার থেকে মোদী, বিজেপি ও আরএসএসকে হারানোই বেশি গুরুত্বপূর্ণ মনে করছেন। তা করতে গিয়ে যদি অন্য কেউ বিরোধী জোটের মুখ হন, তাতে তাঁর কোনও আপত্তি নেই। তিনি নির্দ্বিধায় প্রধানমন্ত্রী কুর্সি ছেড়ে দিতে পারেন। এমনকী মমতা বন্দ্যোপাধ্যায় ও মায়াবতীর নাম করে মহিলা মুখ আনার কথা বলেছেন প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে।

এমতাবস্থা প্রশ্ন উঠে গিয়েছে, কেন বারবার অবস্থান বদল করছে কংগ্রেস। তবে কি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়াইয়ের মতো মানসিক জোর হারিয়ে ফেলছে নেতৃত্ব। রাহুল গান্ধী কি মনে করছেন, তিনি মোদীর বিরুদ্ধে লড়াই করার উপযুক্ত ব্যক্তি নন। এবার লোকসভায় যে প্রতিদ্বন্দ্বিতা তিনি দিয়েছেন অনাস্থা আলোচনায়, তাঁকে মোদী বিরোধী মুখ হিসেবে ধরে নিয়েছিল দেশ। তারপর ওয়ার্কিং কমিটির বৈঠকেও রাহুলকে বিরোধী মুখ বাছা হয়েছিল।

তাহলে কেন হঠাৎ অবস্থান বদল। কংগ্রেসের অন্দরের কথা, রাহুল গান্ধী জোটকে আরও শক্তিশালী করতেই এই অবস্থান নিয়েছেন। তিনি চান, কোনও মতেই যে জোটে ভাঙন না ধরে, যদি তাঁকে মানতে অনেকের আপত্তি থাকে, তবে অন্যরাই নেতৃত্ব দিন, তিনি সঙ্গে থাকবেন। এই বার্তা দিতেই রাহুল গান্ধী মাস্টারস্ট্রোক দিয়েছেন।

English summary
Congress president Rahul Gandhi wants Priyanka is face of Congress. It is the stategy of Congress to defeat Narendra Modi in Loksabha Election 2019,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X