'চৌকিদার চোর' বলে এবার সুপ্রিম কোর্টে ক্ষমা চেয়ে হলফনামা দিতে হচ্ছে রাহুলকে
চৌকিদার চোর হ্যায় বলা নিয়ে এবার সুপ্রিম কোর্টে নতুন করে হলফনামা জমা করে ক্ষমা চাইতে হবে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে। এদিন সেই নির্দেশই দেওয়া হয়েছে। এক আগে সুপ্রিম কোর্টে হলফনামা দায়ের করে রাহুল বলেছিলেন, তিনি এই ঘটনায় অনুতপ্ত। তবে তিনি ক্ষমা চাননি। বিজেপির তরফে তা নিয়ে অভিযোগ করা হয়। তারপরই এদিন নতুন বিষয়টি সামনে এসেছে।

কংগ্রেসের তরফে অভিষেক মনু সিংঘি জানিয়েছেন, ভুল করে আগের হলফনামায় ক্ষমা শব্দটির উল্লেখ করা হয়নি। নতুন করে আর একটি হলফনামা জমা করা হবে আদালতে।
৬ মে-র মধ্যে হলফনামা জমা করতে হবে। সেইদিনই মামলাটি ফের শুনবে সর্বোচ্চ আদালত। তার আগে বিজেপির তরফে মীনাক্ষি লেখির আইনজীবী মুকুল রোহতগি বলেন, ইচ্ছে করে আদালতের মুখে নিজের কথা বসিয়েছেন রাহুল।
এর আগে ১৫ এপ্রিল বিজেপি নেত্রী মীনাক্ষি লেখির অভিযোগ করেন রাহুল গান্ধীর বিরুদ্ধে ফৌজদারী মানহানির মামলা করতে। তিনি অভিযোগ করেছিলেন, আদালতের ভুল ব্যাখ্যা করে রাহুল গান্ধী নিজের স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করছেন।