For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চাকরিই নেই দেশে! কেন্দ্রীয়মন্ত্রীর ‘সেমসাইড গোল’ই লোকসভায় হাতিয়ার রাহুলের

রাজনৈতিক মহলে প্রচার শুরু হয়েছে, মুখ ফসকে কেন্দ্রীয়মন্ত্রী সত্যি কথাটাই বলে দিয়েছেন। এই অবস্থায় নীতিন গড়কড়ির মন্তব্যকে হাতিয়ার করতে দেরি করলেন না কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

Google Oneindia Bengali News

লোকসভা নির্বাচনের আগে সংরক্ষণ ও চাকরি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ির আলটপকা মন্তব্য অস্বস্তিতে ফেলেছে বিজেপিকে। রাজনৈতিক মহলে প্রচার শুরু হয়েছে, মুখ ফসকে কেন্দ্রীয়মন্ত্রী সত্যি কথাটাই বলে দিয়েছেন। এই অবস্থায় নীতিন গড়কড়ির মন্তব্যকে হাতিয়ার করতে দেরি করলেন না কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

চাকরিই নেই! কেন্দ্রীয়মন্ত্রীকে ‘সেমসাইড গোল’ খোঁচা রাহুলের

সোমবার রাহুল গান্ধী টুইট করে জানান, দারুন প্রশ্ন করেছেন গড়কড়িজি। প্রতিটি ভারতবাসী এই প্রশ্নটাই জিজ্ঞাসা করছেন। তাঁর এই ছোট্ট খোঁচাই বিজেপিকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিল। প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও। কারণ লোকসভা নির্বাচনের আগে তাঁর বহু প্রতিশ্রুতির মধ্যে চাকরি সংক্রান্তও এক বিরাট প্রতিশ্রুতি ছিল।

এক কোটি চাকরির ব্যবস্থা করবেন বলে প্রতিশ্রুতি দিয়ে সরকারে এসেছিলেন নরেন্দ্র মোদী। ক্ষমতায় আসার পরও তিনি বারেবারেই দেশে কর্মসংস্থানের আশ্বাস দিয়েছেন। কিন্তু চার বছর অতিক্রান্ত সরকার দেশবাসীর কোনও অভিপ্সাই পূর্ণ করতে পারেননি বলে অভিযোগ বিরোধীদের। এক কোটির কিয়দংশ চাকরিও তিনি দিতে পারেননি দেশের যুবসম্প্রদায়কে।

এই অবস্থায় তাঁর ক্যাবিনেটের মন্ত্রীই উল্টো সুর গাইতেই বিপত্তি। কেন্দ্রীয় মন্ত্রী নীতির গড়কড়ির মুখে বিরোধীদের করা প্রশ্নটাই উঠে এল। যার জেরে হাটে হাঁড়ি ভেঙে যাওয়ার মতো পরিস্থিতি। নীতিন গড়কড়ি সংরক্ষণ নিয়ে বলতে গিয়ে সেমসাইড গোল খেয়ে বসেন। তাঁর কথায় তোলপাড় রাজনৈতিক মহল।

মারাঠা সংরক্ষণ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, সংরক্ষণ দিলেই যে চাকরি পাওয়া যাবে, তার কোনও নিশ্চয়তা নেই। দেশে এক শ্রেণির লোক রয়েছে, যারা প্রত্যেকটি জাতির মধ্যে থেকে গরিব খুঁজে নিয়ে সংরক্ষণ চাইছেন। কিন্তু সংরক্ষণ দিলে হবেটা কী! কাজ কোথায়, কাজই তো নেই! দেশে কাজের বাজার ক্রমশ সংকুচিত হয়ে যাচ্ছে। তিনি বলেন, সরকারি চাকরিতে নিয়োগ বন্ধ। ব্যাঙ্কের কাজ কমছে তথ্য-প্রযুক্তির কারণে। তাহলে কোথায় চাকরি মিলবে!

English summary
Congress President Rahul Gandhi slams to Central Minister Nitin Gadkari. Rahul tweets on Nitin Gadkari’s blunt comment on recruitment issue.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X