For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যুদ্ধ শেষ, মোদীকে আলিঙ্গন ও ভালোবাসার বার্তা রাহুলের! রাজীব-অপমানেও গান্ধীগিরি

লোকসভা ভোট প্রচারে তাঁর প্রয়াত বাবাকেও ছাড়েননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজবী গান্ধীকে ভ্রষ্টাচার নম্বর ওয়ান বলে বিঁধেছেন। প্রত্যুত্তরে গান্ধীগিরি দেখালেন রাহুল গান্ধী।

Google Oneindia Bengali News

লোকসভা ভোট প্রচারে তাঁর প্রয়াত বাবাকেও ছাড়েননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজীব গান্ধীকে ভ্রষ্টাচার নম্বর ওয়ান বলে বিঁধেছেন। প্রত্যুত্তরে গান্ধীগিরি দেখালেন রাহুল গান্ধী। তাঁর বাবার বিরুদ্ধে প্রধানমন্ত্রী অপমানজনক মন্তব্যের পরও কংগ্রেস সভাপতি বললেন, যুদ্ধ শেষ হয়ে গেছে। এবার কর্মফল জন্য প্রস্তুত হন। আপনার জন্য আমার ভালবাসা এবং আলিঙ্গন রইল।

যুদ্ধ শেষ, মোদীকে আলিঙ্গন ও ভালোবাসা পাঠালেন রাহুল! রাজীব-অপমানেও গান্ধীগিরি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে রাহুলের এই বার্তাকে রাজনৈতিক মহল ব্যাখ্যা করেছেন তাঁর শ্লেষের বহিঃপ্রকাশ হিসেবে। কংগ্রেস সভাপতির এই মন্তব্যকে আক্রমণ বললে ভুল বলা হবে বলে তাঁরা মনে করছেন। তিনি গান্ধীগিরি দেখিয়ে গণতান্ত্রিক পথেই জবাব দেওয়ার কথা জানালেন প্রকারান্তরে।

কংগ্রেসের সভাপতি এদিন টুইট করে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বার্তা দেন, আপনার চিন্তাভাবনা আমার বাবার উপর চাপিয়ে দিয়ে আপনি রক্ষা পাবেন না। আপনার কৃতকর্মের ফল আপনি ঠিকই পাবেন। সে সময় আসন্ন। লোকসভার যুদ্ধে প্রায় শেষের মুখেই দেশের মানুষই প্রধানমন্ত্রীকে জবাব দিয়ে দেবেন।

বাবাকে অপমানজনক মন্তব্য রাহুলের মতো প্রিয়াঙ্কাকেও লেগেছে। তিনিও টুইট করে জবাব দিয়েছেন। কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী টুইট বার্তায় বলেন, যারা শহিদদের নামে ভোট চায়, তারাই আবার শহিদদের অপমান করে। এর জবাব আমেথির মানুষ দেবেন। আমেথির মানুষের জন্য রাজীব গান্ধী জীবন উৎসর্গ করেছিলেন। প্রিয়াঙ্কা বলেন, মোদিজি শুনে রাখুন, এই দেশ ধোঁকাবাজদের কখনও মাফ করেনি।

[আরও পড়ুন:তৃণমূলের জন্য দরজা খোলা কংগ্রেসের, ভোট শেষের আগেই সরকার গঠনের ভাবনা ][আরও পড়ুন:তৃণমূলের জন্য দরজা খোলা কংগ্রেসের, ভোট শেষের আগেই সরকার গঠনের ভাবনা ]

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। মোদীর মন্তব্য দুঃখজনক এবং এটা তাঁর ধৃষ্টতার পরিচয়। উল্লেখ্য, শনিবার এক জনসভায় প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন নরেন্দ্র মোদি।

[আরও পড়ুন: নিষেধাজ্ঞার মধ্যেই প্রচার, সাধ্বী প্রজ্ঞাকে ফের নোটিশ নির্বাচন কমিশনের][আরও পড়ুন: নিষেধাজ্ঞার মধ্যেই প্রচার, সাধ্বী প্রজ্ঞাকে ফের নোটিশ নির্বাচন কমিশনের]

প্রধানমন্ত্রী রাহুলকে কটাক্ষ করতে গিয়ে বলেন, আপনার বাবাকে সবাই মিস্টার ক্লিন বলত। কিন্তু তাঁর মৃত্যু হয়েছিল ভ্রষ্টাচার নম্বর ওয়ান অবস্থায়। প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পরই বিতর্ক শুরু হয় রাজনৈতিক মহলে।

English summary
Congress President Rahul Gandhi shows Gandhigiri over Narendra Modi. Modi insults Rajiv Gandhi as corrupted no.1,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X