For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাহুল গান্ধী এখন রাম অবতার ! গোটা শহর যখন ছবিতে ছয়লাপ, কাঁটা বিছনো আইনি পথে

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী স্বয়ং ভগবান রামের ভূমিকায় অবতীর্ণ। তাঁকে প্রভু রাম সাজিয়ে তৈরি হয়েছে প্রচার-পোস্টার। আর তাতেই বিতর্ক তুঙ্গে উঠেছে।

  • |
Google Oneindia Bengali News

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী স্বয়ং ভগবান রামের ভূমিকায় অবতীর্ণ। তাঁকে প্রভু রাম সাজিয়ে তৈরি হয়েছে প্রচার-পোস্টার। আর তাতেই বিতর্ক তুঙ্গে উঠেছে। গোটা পাটনা শহরজুড়ে এখন ভগবান রামের সাজে রাহুলের ছবিতে ছয়লাপ। এরপরই রাহুল গান্ধী ও বিহারের প্রদেশ কংগ্রেস সভাপতি বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলা।

পোস্টারে রাম অবতার রাহুল

পোস্টারে রাম অবতার রাহুল

অভিযোগ, ধর্মীয় ভাবাবেগে আঘাত হেনেছেন জাতীয় কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী ও তাঁর দল। তাই শুধু রাহুল গান্ধীই নন, বিহারের প্রদেশ কংগ্রেস সভাপতি মদনমোহন ঝায়ের বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা। শনিবার বিহারের গান্ধী ময়দানে রাহুলের সভার আগে সামনে এসেছে নয়া পোস্টার-বিতর্ক।

জন আকাঙ্খা যাত্রায় রাহুল

জন আকাঙ্খা যাত্রায় রাহুল

লোকসভা ভোট কড়া নাড়ছে দরজায়। তার আগে শাসক ও বিরোধীপক্ষ উভয়েই কোমর বেঁধেছে প্রচারে। প্রচারে ঝড় তুলতে উঠে পড়ে লেগেছেন সব পক্ষই। মোদী যখন বাংলায় সভা করবেন, তখনই বিহারের গান্ধী ময়দানে জন আকাঙ্খা মিছিল করবেন রাহুল।

রাহুলের ছবিতে ছয়লাপ

রাহুলের ছবিতে ছয়লাপ

রাহুলের নেতৃত্বের সেই মহামিছিলের আগেই গোটা শহরে রাহুলের রাম-সজ্জার ছবি। কংগ্রেস নেতারা এমন অভিমতও ব্যক্ত করেছে, মোদী ভগবান রামের নাম নিয়ে রাজনীতি করেন। কিন্তু রামের সমস্ত গুণ বর্তমান রয়েছে রাহুল গান্ধীর মধ্যে। দেশের উন্নতিতে তাই রাহুলের নেতৃত্বে কংগ্রেসকেই চাই। এই বার্তা দিয়েছেন বিহারের কংগ্রেস নেতা-কর্মীরা।

রাহুল যখন রাম অবতার

এদিন এমন মন্তব্য করে বিহারের কংগ্রেসের নেতারা। তাঁরা বলেন, অযোধ্যা সমস্যার সমাধান একমাত্র করতে পারেন রাহুল গান্ধী। বিজেপি কোনওদিন এই সমস্যার সমাধান করতে পারবে না। তার কারণ এটা বিজেপির ভোটব্যাঙ্ক পলিটিক্স। তবে বিতর্ক বাড়িয়ে রাহুল গান্ধীকে রাম-অবতার রূপে দেখানোয় সিভিল কোর্টে মামলা দায়ের হল। তাই জন আকাঙ্খা যাত্রার আগে কংগ্রেসের কাছে অস্বস্তির কারণ হয়ে উঠলেন রাম-অবতার রাহুল গান্ধী।

English summary
Congress President Rahul Gandhi’s poster as lord Rama spreads in whole Patna city. A complaint has been filed at Patna civil court against Rahul Gandhi, Bihar Congress chief Madan Mohan Jha and four others,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X