For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'মোদী স্বৈরাচারী', দুর্নীতিকে প্রশ্রয় দেন, কর্ণাটকে জিতে বিজেপিকে তেড়ে আক্রমণ রাহুল গান্ধীর

কর্ণাটকে বিজেপির মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা পদত্যাগের ঘোষণা করতেই দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে বিজেপি, প্রধানমন্ত্রী নরেন্দ্র, অমিত শাহ ও আরএসএসকে তেড়ে আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

  • |
Google Oneindia Bengali News

কর্ণাটকে বিজেপির মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা পদত্যাগের ঘোষণা করতেই দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে বিজেপি, প্রধানমন্ত্রী নরেন্দ্র, অমিত শাহ ও আরএসএসকে তেড়ে আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সাংবাদিক সম্মেলনে রাহুল বেশ কড়া ভাষায় কেন্দ্র সরকারকে আক্রমণ শানিয়েছেন।

তিনি বলেছেন, বিজেপি নেতারা জাতীয় সঙ্গীত শেষ হওয়ার আগেই বিধানসভা ত্যাগ করেন। আপনারা কি দেখেছেন? এর বিরুদ্ধেই আমরা লড়াই করছি। দেশের কোনও কিছুর প্রতিই নরেন্দ্র মোদী, অমিত শাহ ও আরএসএসে শ্রদ্ধা নেই। সংসদ, বিধানসভা, সুপ্রিমকোর্ট কোনও কিছুর প্রতি শ্রদ্ধা নেই।

কর্ণাটকে জিতে বিজেপিকে তেড়ে আক্রমণ রাহুল গান্ধীর

আজ মোদী, অমিত শাহকে কর্ণাটক দেখিয়ে দিল, আপনাদের ক্ষমতা, টাকার থেকে গণতন্ত্র অনেক বড়। তাঁরা এভাবেই গোয়া, মনিপুর সহ সমস্ত জায়গা গণতন্ত্রকে নষ্ট করার চক্রান্ত করেছেন। তবে ভারতে ক্ষমতায় থাকা ও টাকা থাকলেই সব হয় না। আমি কর্ণাটকের মানুষ ও দুই দলের নেতা-কর্মীদের ধন্যবাদ জানাচ্ছি। সারা দেশে যেভাবে গণতন্ত্রের উপরে আক্রমণ নেমে এসেছে তা কর্ণাটকে আটকানো গিয়েছে, বলেছেন রাহুল।

'আমি সমস্ত দলের তরফে এটা বলতে চাই যে, বিজেপি-আরএসএস যেভাবে গণতন্ত্রকে ধ্বংস করার প্রচেষ্টা করেছেন, তার বিরুদ্ধে আমরা সব দল মিলে একসঙ্গে লড়ব ও বিজেপিকে হারাব', মত রাহুলের।

রাহুলের ব্যাখ্যা, নরেন্দ্র মোদী দুর্নীতির বিরুদ্ধে লড়ছেন বলে দাবি করছেন। অথচ তাঁর দলই সবচেয়ে দুর্নীতিগ্রস্ত। তিনি দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছেন। অডিও টেপ থেকে শুরু করে সমস্ত ঘটনা সামনে চলে এসেছে। এতেই বোঝা যাচ্ছে বিজেপি দেশকে কোথায় নিয়ে যেতে চাইছে। আরএসএস দেশের সব প্রতিষ্ঠানকে কব্জা করতে চাইছে। এটা আমরা হতে দেব না। দেশের মানুষ হতে দেবে না। আগামী ভোটেই স্পষ্ট হয়ে যাবে, মোদীজি যেভাবে দেশ চালাতে চাইছেন সেটা গণতান্ত্রিক পদ্ধতি নয়।

English summary
Congress president Rahul Gandhi press conference after BS Yeddyurappa's resignation as Karnataka CM
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X