For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভাষণ শেষ করেই মোদীর বুকে রাহুল, ‘পাপ্পু’র জবাবে ‘ঝাপ্পি’ দিয়ে লোকসভা মাত

লোকসভায় নরেন্দ্র মোদীকে একহাত নিয়ে আক্রমণের পর আক্রমণই শুধু নয়, ভাষণ শেষ মোদীকে আলিঙ্গন করে সংসদ মাত করে দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

Google Oneindia Bengali News

লোকসভায় নরেন্দ্র মোদীকে একহাত নিয়ে আক্রমণের পর আক্রমণই শুধু নয়, ভাষণ শেষে মোদীকে আলিঙ্গন করে সংসদ মাত করে দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তিনি তাঁর ভাষণের শেষ পর্যায়ে বলেন, আপনারা আমাকে ঘৃণা করতে পারেন। আমাকে না ভালোবাসতে পারেন। কিন্তু আমি আপনাদের ভালোবাসব। সবাইকে সেই ভালোবাসা দিয়েই জয় করে নেব।

ভাষণ শেষ করেই মোদীর বুকে রাহুল, ‘পাপ্পু’র জবাবে ‘ঝাপ্পি’

শুক্রবার আস্থা ভোটের আলোচনা রাহুল গান্ধী শুরু করেছিলেন জুমলা স্ট্রাইকের কথায়। আর শেষ করলেন ভালোবাসা দিয়ে, সম্মান জানিয়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির পাপ্পু কটাক্ষের জবাবে এদিন ঝাপ্পির বার্তা দেন রাহুল। তিনি বলেন, আপনাদের ঘৃণা আমি ভালোবাসায় বদলে দেব। আমি আপনাদেরও ভালোবাসব। এরপরেই রাহুল নিজের জায়গা ছেড়ে মোদীর কাছে গিয়ে তাঁকে আলিঙ্গন করেন।

সংসদ ক্ষেত্রে তখন একেবারে অন্য পরিবেশ। সবাইকে তাক লাগিয়ে রাহুল এদিন সংসদ মাত করে দেন। রাহুল গান্ধী এদিন সবাইকে তাক করে দেন তাঁর কথায়। দীর্ঘ ভাষণে তিনি একে একে বাণ বর্ষণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি সরকারের উদ্দেশ্যে। নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তোপ দাগেন। অমিত শাহের ছেলে থেকে শুরু করে প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামনকে আক্রমণ করেন।

আর ভাষণ শেষে তিনি সবাইকে অবাক করে ভালোবাসার বাণীতে সংসদের সবার মন জয় করে নেন। তাঁকে পাপ্পু কটাক্ষের জবাবে নরেন্দ্র মোদীকে বুকে জড়িয়ে যে গান্ধীগিরি দেখালেন রাহুল, তার জবাব ছিল না মোদীর কাছে। রাহুল বুঝিয়ে দেন ব্যক্তিগত আক্রমণ নয়, লড়াই হবে রাজনৈতিক। তবে তিনি মোদী, রাহুল সম্মানের প্রত্যুত্তরে রাহুলের পিঠ চাপড়ে দেন প্রধানমন্ত্রী। সবার মুখেই তখন হাসি।

English summary
Congress president Rahul Gandhi embraces PM Narendra Modi after his speech. First He attacks Narendra Modi, then he gives honor.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X