For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপিকে ‘শূন্য’ করেও ইভিএম-কারচুপিতে সরব রাহুল, আমেরিকার দৃষ্টান্তে ব্যালট-বার্তা

বিজেপিকে জবরদস্ত ধাক্কা দিয়েছেন ২০১৯-এর মহড়ায়। রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় তিনটি রাজ্যেই বিজেপিকে পর্যুদস্ত করে জয়ে পেয়েছে রাহুল গান্ধীর কংগ্রেস। তারপরও ইভিএম নিয়ে সরব হলেন কংগ্রেস সভাপতি।

  • |
Google Oneindia Bengali News

বিজেপিকে জবরদস্ত ধাক্কা দিয়েছেন ২০১৯-এর মহড়ায়। রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় তিনটি রাজ্যেই বিজেপিকে পর্যুদস্ত করে জয়ে পেয়েছে রাহুল গান্ধীর কংগ্রেস। তারপরও ইভিএম নিয়ে সরব হলেন কংগ্রেস সভাপতি। তাঁর সাফ কথা, ইভিএমে এমন চিপ রয়েছে, যা নিয়ন্ত্রণ করা যায়। তাই ইভিএম নিয়ে অভিযোগ বিশ্বজুড়ে।

cবিজেপিকে ‘শূন্য’ করেও ইভিএম-কারচুপিতে সরব রাহুল, আমেরিকার দৃষ্টান্তে ব্যালট-বার্তা

তিন রাজ্যে ভোটে জেতার পরও ইভিএম নয়, ব্যালটে ভোটের হয়ে সওয়াল করেন রাহুল গান্ধী। তিনি বলেন, আমেরিকার মতো দেশ ব্যালটে ভোট করছে। তার অন্যতম কারণ ইভিএমে ভোট নিয়ন্ত্রণ। ওই চিপে ভোট নিয়ন্ত্রণ করা যায়, তাও ব্যালটেই ভোটের দাবি রাহুল গান্ধীর।

কংগ্রেস তিনটি রাজ্য বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিলেও, উত্তর-পূর্ব ভারতের মিজোরামে শোচনীয় ভাবে হারে। তেলেঙ্গানানাতেও মুখ থুবড়ে পড়ে কংগ্রেস-টিডিপি জোট। কংগ্রেসের তরফে তেলেঙ্গানা নিয়ে উষ্মাপ্রকাশ করা হয়। কংগ্রেস নেতাদের কথায়, তেলেঙ্গানার নির্বাচন ফেয়ার হয়নি। আর কংগ্রেস নেতাদের এই দাবির পর দলের সভাপতির মুখে ইভিএমে কারচুপির বার্তা তাৎপর্যপূর্ণ।

উল্লখ্য, উত্তরপ্রদেশ নির্বাচনে বিজেপির বিপুল জয়ের পর থেকেই ইভিএম কারচুপির অভিযোগ উঠতে শুরু করেছে। বিএসপি নেত্রী মায়াবতী অভিযোগ তোলার পরই বিরোধী নেতা-নেত্রীরা ইভিএম নিয়ে সরব হয়েছিলেন। নির্বাচন কমিশনারও তা নিয়ে সর্বদলীয় বৈঠক করেছিলেন। কারচুপি প্রমাণের চ্যালেঞ্জও ছুড়েছিল নির্বাচন কমিশন।

English summary
Congress president Rahul Gandhi demands to vote in ballot, not EVM. After winning 3 states elections Rahul Gandhi again speaks for Ballot,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X