For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে এফআইআর দাবি! রাফাল নথি ফাঁস নিয়ে মোদীকে তোপ রাহুলের

রাফাল নথি ফাঁস নিয়ে মোদীকে তোপ রাহুলের

  • |
Google Oneindia Bengali News

'প্রথমে শোনা গিয়েছিল রাফায়েল চুক্তি কোন অপরাধমূলক কিছু হয়নি, তারপর জানা গিয়েছে সেখান থেকে নথি চুরি হয়েছে। ' এমনই দাবি করে এদিন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী প্রধান মন্ত্রী মোদীকে রাফায়েল মামলা নিয়ে তদন্ত করার দাবি তোলেন। পাশাপাশি তাঁর দাবি যখন প্রধানমন্ত্রীর দফতরের নাম উঠছে তাহলে তারও তদন্ত হোক। এদিন রাফায়েল চুক্তি নিয়ে ফের একবার চেনা সুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একাধিক ইস্যুতে তোপ দাগেন রাহুল গান্ধী। পাশাপাশি প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে এফআইআর দাবি করেন কংগ্রেস সভাপতি।

মিডিয়া ও রাফায়েল নথি ফাঁস!


রাহুল এদিন দাবি করেন, রাফায়েল ইস্যুতে তদন্ত করে দেখার কথা বলা হচ্ছে মিডিয়ার বিরুদ্ধে। কিন্তু যিনি নিজে ৩০, ০০০০ কোটি টাকার তছরুপের সঙ্গে যুক্ত তাঁর বিরুদ্ধে তদন্ত হবে না কেন? পাশাপাশি এদিনও রাহুল গান্ধী দাবি করেন সমান্তরালভাবে এই যুদ্ধবিমান কেনা নিয়ে প্রধানমন্ত্রী দরদাম করেছেন।

'যাঁরা অন্যায় করেছেন পদক্ষের নেওয়া হোক'

রাফায়েল নথি ফাঁস ও চুক্তির তছরুপ সম্পর্কে এদিন মন্তব্য করতে গিয়ে রাহুল বলেন, যাঁরা অন্যায় করেছেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। উল্লেখ্য, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কেন এফআইআর কেন হবে না? এমনই প্রশ্ন তোলের রাহুল গান্ধী।

নথি ফাঁস !

রাফায়েলের নথি ফাঁস সম্পর্কে কংগ্রেস প্রেসিডেন্টের দাবি, 'একদিকে আপনারা বলছেন, নথি নিখোঁজ,এটার মানে নথিগুলি সত্যি ছিল। আর সেখানেই স্পষ্টভাবে লেখা ছিল যে প্রধানমন্ত্রী সমান্তরালভাবে দরদাম করছিলেন। '

ভোট ও জোট

এদিন জোট সংক্রান্ত বিষয় নিয়ে মুখ খুলে রাহুল গান্ধী জানান, সারাদেশের বিভিন্ন জায়গাতেই জোট হয়েছে। শুধু দিল্লিতে জোট না করার সিদ্ধান্ত ছিল পার্টির সকলেরই।

English summary
Congress President Rahul Gandhi attacks Modi on Rafale issue again.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X