For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর দেখানো পথে রাহুল! লোকসভা নির্বাচনে নয়া স্ট্র্যাটেজি নিয়ে এগোচ্ছে কংগ্রেস

তবে কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পথে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও? রাহুল গান্ধী এবার আমেঠির পাশাপাশি লোকসভায় প্রার্থী হতে পারেন কর্ণাটকের বেলারি থেকেও।

Google Oneindia Bengali News

তবে কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পথে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও? রাহুল গান্ধী এবার আমেঠির পাশাপাশি লোকসভায় প্রার্থী হতে পারেন কর্ণাটকের বেলারি থেকেও। এমন সম্ভাবনা উঠে এসেছে লোকসভা ভোটের প্রাক্কালে। এর আগে দেখা গিয়েছে ২০১৪ সালে নরেন্দ্র মোদী দুটি আসন থেকে প্রার্থী হয়েছিলেন। এবার রাহুল গান্ধীও সেই পন্থা অবলম্বন করতে চলেছেন।

একা রাহুল দুই কেন্দ্রে

একা রাহুল দুই কেন্দ্রে

রাহুল গান্ধী বরাবর আমেঠি কেন্দ্র থেকে লোকসভায় প্রার্থী হয়ে এসেছেন। বরাবরই তিনি জিতেছেন। তবে প্রবল মোদী হাওয়ায় গতবার আমেঠিতে সেই প্রভাব-প্রতিপত্তিতে খানিক ভাটা পড়ে। জয়ের ব্যবধান কমে যায় অনেকটাই। এখন কর্ণাটকের বেরিলি থেকেও প্রার্থীপদে রাহুলের নাম থাকার সম্ভাবনায় প্রশ্ন উঠেছে, তবে কি আমেঠিতে রাহুলের জয় নিয়ে সংশয় রয়েছে।

মোদী পথে দেখিয়েছেন

মোদী পথে দেখিয়েছেন

তবে এর আগে মোদীও একাধিক কেন্দ্র থেকে ভোটে লড়েছিলেন। ২০১৪-তেই উত্তরপ্রদেশের বারাণসীর পাশাপাশি গুজরাটের ভদোদরা থেকে ভোটে লড়েন মোদী। দুটি কেন্দ্রেই জয় পান। পরে ভদোদরা আসনটি ছেড়ে দেন। সেই কেন্দ্র থেকে সংসদ নির্বাচিত হল বিজেপির রঞ্জনবেন ধনঞ্জয়।

সোনিয়াও এ পথের পথিক

সোনিয়াও এ পথের পথিক

শুধু মোদীই নন, দুটি কেন্দ্র থেকে ভোটে লড়েছিলেন সোনিয়া গান্ধীও। ইউপিএম চেয়ারপার্সন উত্তরপ্রদেশের রায়বেরিলির পাশাপাশি কর্ণাটকেপ বেলারি থেকেও প্রতিদ্বন্দ্বিতা করেন। দুটি কেন্দ্র থেকেই তিনি বিপুল জয় পান। বেরিলি কেন্দ্র থেকে হারান বিজেপির প্রার্থী সুষমা স্বরাজ থেকে। পরে এই কেন্দ্রটি ছেড়ে দেন।

[আরও পড়ুন: ফের সার্জিক্যাল স্ট্রাইক ভারতীয় সেনার! জঙ্গিঘাঁটি নিশানায় রেখে চলল হামলা][আরও পড়ুন: ফের সার্জিক্যাল স্ট্রাইক ভারতীয় সেনার! জঙ্গিঘাঁটি নিশানায় রেখে চলল হামলা]

ইন্দিরাও দুই কেন্দ্রে লড়েন

ইন্দিরাও দুই কেন্দ্রে লড়েন

আবার ইন্দিরা গান্ধীও আগে দুটি কেন্দ্র থেকে ভোটে লড়েছেন। রায়বেরিলির পাশাপাশি তিনিও কর্ণাটকের বেলারি আসন থেকে ভোটে লড়েছিলেন। অর্থাফ কর্ণাটকের এই আসনটি থেকে এর আগে বহুবারই গান্ধী পরিবার প্রার্থী হয়েছেন। তাঁদের ঢাল হিসেবে ব্যবহার করেছেন।

[আরও পড়ুন; 'আমেরিকা, লন্ডন থেকে ফোর্স এলেও ফলাফল একই হবে',ভোট-উত্তাপে চেনা মেজাজে অনুব্রত ][আরও পড়ুন; 'আমেরিকা, লন্ডন থেকে ফোর্স এলেও ফলাফল একই হবে',ভোট-উত্তাপে চেনা মেজাজে অনুব্রত ]

English summary
Congress President Rahul Gandhi also can be candidate from two centers. Rahul becomes candidate from Amethi of UP. Now he can be candidate from Belari of Karnataka,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X