For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যত কারচুপি ইভিএমেই , চিন্তন শিবিরে ব্যালট বক্সের পক্ষ নিচ্ছেন কংগ্রেস নেতারা

Google Oneindia Bengali News

জাতীয় এবং আঞ্চলিক উভয় নির্বাচনেই একের পর এক পরাজয় কংগ্রেসের চিন্তন শিবিরকে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এবং এতে সম্ভাব্য টেম্পারিং নিয়ে আলোচনা করতে প্ররোচিত করেছে। যদিও ২০০৪ এবং ২০০৯ সালের দুটি সাধারণ নির্বাচন সহ বেশ কয়েকটি নির্বাচন যখন তাঁরা জিতেছিল তখন যেখানে মেশিনেই ভোট দেওয়া হয়েছিল। এখন তাঁদের অন্য কিছু মনে হচ্ছে। তাঁদের মত সেই সময় মেশিনে ভোট হলেও কারচুপি হয়নি। বিজেপি সেটা করছে তাই ব্যালট বক্সে ভোট করানো নিয়ে তাঁরা এবার সরব হবেন।

যত কারচুপি ইভিএমেই , চিন্তন শিবিরে ব্যালট বক্সের পক্ষ নিচ্ছেন কংগ্রেস নেতারা

মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চৌহান পরামর্শ দিয়েছেন যে চিন্তন শিবির একটি প্রস্তাব পাস করা উচিত যাতে বলা হবে যে কংগ্রেস ক্ষমতায় ফিরলে ভারত কাগজের ব্যালটে ফিরে আসবে। বিরোধী দলের রাজ্যসভার নেতা মল্লিকার্জুন খার্গের নেতৃত্বে শিবিরের রাজনৈতিক কমিটি, বেশ কিছু উত্সাহী বক্তাকে ইভিএমের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে দেখা গিয়েছে।

অনেকেই সাম্প্রতিক রাজ্য নির্বাচনের দিকে ইঙ্গিত করেছেন, বিশেষ করে উত্তরপ্রদেশ নির্বাচন নিয়ে তাঁরা বিশেষভাবে সরব হয়েছেন। "কিছু নেতা তথ্য সরবরাহ করেছেন, অন্যরা ইভিএম নিয়ে সন্দেহ প্রকাশ করতে নিবন্ধগুলি উদ্ধৃত করেছেন।"

সম্প্রতি এও খবর মিলেছে যে কংগ্রেস সভাপতি হতে চলেছেন গান্ধী পরিবারের সদস্য প্রিয়াঙ্কা গান্ধী। যেহেতু রাহুল দায়িত্ব নিতে নিমরাজি, তাই প্রিয়াঙ্কাকেই চাইছে দল।

প্রসঙ্গত, বিশেষজ্ঞরা বলছেন, নিশ্চিত করে বলা যায়, ইভিএম ব্যবহার করে ২০০৪ এবং ২০০৯ সালে কংগ্রেস ক্ষমতায় এসেছিল। এবং এর সাহায্যে তাঁরা ২০১৪ সাল থেকে বেশ কয়েকটি রাজ্য নির্বাচনে জিতেছে যা ইভিএম ব্যবহার করে পরিচালিত হয়েছিল। সবচেয়ে বড় কথা, ইভিএমে কারচুপি হতে পারে এমন কোনও প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি।

২০১৭ সালে, একটি উত্তেজনাপূর্ণ বিতর্কের মধ্যে নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলিকে তাদের দাবি প্রমাণ করার জন্য চ্যালেঞ্জ করেছিল যে ইলেকট্রনিক ভোটিং মেশিনে কারচুপি করা যেতে পারে। ইভেন্টে বেশ কয়েকটি দলের অংশগ্রহণ দেখা গেলেও কেউই এটিকে টেম্পার করতে পারেনি এবং ইসিকে ভুল প্রমাণ করতে পারেনি।

পোল প্যানেল কাগজের ব্যালটে প্রত্যাবর্তনের কথা অস্বীকার করেছে কিন্তু পুনর্ব্যক্ত করেছে যে ভোটার-যাচাইযোগ্য পেপার অডিট ট্রেল, বা ভিভিপ্যাট, স্বচ্ছতা নিশ্চিত করার জন্য সমস্ত নির্বাচনে ইভিএমের সাথে ব্যবহার করা হবে। ভিভিপ্যাট, একটি কাগজের রসিদে একজন প্রার্থী এবং প্রতীক যাকে ভোট দিয়েছেন তা রেকর্ড করে।

English summary
ongress wants ballot box voting system to come back in the country
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X