For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভয় পেয়ে ভোট ময়দান থেকে পালাচ্ছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী, কটাক্ষ কংগ্রেসের

Array

Google Oneindia Bengali News

সম্প্রতি তিনি বলেছিলেন ভোটে দাঁড়াতে চান না। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে চিঠি লেখেন ত্রিবেন্দ্র সিং রাওয়াত এবং জানিয়ে দেন ভোটে না লড়ার অনিচ্ছার কথা। আর তা নিয়েই এবার উঠে পড়ে লেগেছে বিরোধী দলগুলি। মূলত কংগ্রেস বলতে শুরু করে দিয়েছে বিজেপি ভয় পেয়েছে, তাই এমনভাবে আগে থেকেই ভোটে লড়াই করার কথা বলছেন বিজেপি নেতা।

ভয় পেয়ে ভোট ময়দান থেকে পালাচ্ছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী, কটাক্ষ কংগ্রেসের

কংগ্রেস নেতা দাসাউনি বলেছেন, 'আসলে মুখ্যমন্ত্রী নিজের ভুল ত্রুটি সেটা তিনি এতদিনে বুঝতে পেরে এবার পালাতে চাইছেন। নিজের ব্যর্থতা ঢাকতে চাইছেন তিনি।' একইসঙ্গে তিনি বলেছেন , 'উনি লড়াই শুরুর আগেই ময়দান ছেড়ে পালালেন। উনি একদিকে বলছেন নির্বাচনে লড়বেন না আবার অন্যদিকে বলছেন বিজেপির প্রচারে তিনি সাহায্য করবেন, ওনার কথার কোনও ঠিক নেই'।

অন্যদিকে, উত্তরাখণ্ড কংগ্রেসের সাধারণ সম্পাদক মথুরা দত্ত জোশী বলেছেন, 'ত্রিবেন্দ্র পর্ব দিয়ে বিজেপির বিপর্যয় শুরু হল। এবার দেখা যাবে অনেকেই বিজেপি বিধায়ক নিজে থেকেই সরে আসবেন, নয়তোবা দেখা যাবে অকর্মণ্যতার জন্য দল থেকেই টিকিট দেওয়া হল না'।

Uttarakhand poll 2022: ভোট লড়বেন না ত্রিবেন্দ্র রাওয়াত, নাড্ডাকে চিঠি লিখে কী জানালেন তিনিUttarakhand poll 2022: ভোট লড়বেন না ত্রিবেন্দ্র রাওয়াত, নাড্ডাকে চিঠি লিখে কী জানালেন তিনি

প্রসঙ্গত, গতকাল ভোটে দাঁড়ানোর ইচ্ছা নেই এই মর্মে চিঠি লিখে উত্তরাখন্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা ত্রিবেন্দ্র সিং রাওয়াত জানান তাঁর দলকে। তাঁর লেখা চিঠি সোশ্যাল মাধ্যমে।ভাইরাল হয়ে যায়। এর কারণ হিসেবে তিনি বলেছিলেন, আসন্ন নির্বাচনে বিজেপিকে ক্ষমতা আনার জন্য তিনি সবটুকু দিতে চান, যেটা প্রার্থী হলে শুধু একটি স্থানেই করা যাবে।

এদিকে সমীক্ষা বলছে , উত্তরাখণ্ডে বিজেপি ৭০এর মধ্যে ৩৬-৪২টি আসন পাবে। কংগ্রেস জিততে পারে ২৫-৩১ টি আসন। আপ ২ টি ও অন্যান্যরা ৩টি আসন পেতে পারে। বিজেপি পেতে পারে ৩৯.৯ শতাংশ ভোট। কংগ্রেস পেতে পারে ৩৭.৫ শতাংশ ভোট।আপ ১৩.১ ও অন্যান্যরা ৯.৫ শতাংশ ভোট পেতে পারে।

English summary
congress on tribendra Singh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X