For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিষের চাষ কংগ্রেস করেছে, বিষাক্ত ওরাই, মিরাটে তোপ নরেন্দ্র মোদীর

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

নরেন্দ্র মোদী
মিরাট, ২ ফেব্রুয়ারি: বিষের চাষ কংগ্রেস করেছে ছয় দশক ধরে। আজ তাই ভারতের এত দুর্দশা। ভিড়ে ঠাসা জনসভায় কংগ্রেস তথা সোনিয়া গান্ধীকে নিশানা বানিয়ে এমন অভিযোগ করলেন বিজেপি-র প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী।

প্রসঙ্গত, সোনিয়া গান্ধী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে বলেছিলেন, "উনি বিষের চাষ ভালোভাবে করতে পারেন।" স্পষ্টতই ২০০২ সালের গুজরাত দাঙ্গায় নরেন্দ্র মোদীর ভূমিকা নিয়ে ইঙ্গিত দিয়েছিলেন। সেই প্রসঙ্গ টেনে নরেন্দ্র মোদী বলেছেন, "বিভাজনের রাজনীতি কংগ্রেস করে। মানুষের বিরুদ্ধে মানুষের মন বিষিয়েছে কংগ্রেস। আজ ভাষা-ভাষায়, ধর্মে-ধর্মে, রাজ্যে-রাজ্যে তিক্ত সম্পর্ক শুধু ওদের কারণে।"

সোনিয়া ও রাহুল গান্ধীকে বিঁধেছেন নরেন্দ্র মোদী। বলেছেন, "রাহুল গান্ধী কিছুদিন আগেই জনসমক্ষে বলেছেন, ক্ষমতা নাকি বিষ। এটা ওঁর মা নাকি ওকে বলেছেন। আমি জিজ্ঞাসা করছি, স্বাধীনতার পর সবচেয়ে বেশি সময় ক্ষমতায় কে ছিল? ক্ষমতার বিষে কে ডুবেছিল? ক্ষমতা বিষ কে চেটেছে সবচেয়ে বেশি? উত্তর হল কংগ্রেস। ওদের পেট বিষের ভাণ্ডার।"
১৮৫৭ সালের মহাবিদ্রোহের সময় মিরাট দেশকে পথ দেখিয়েছিল উল্লেখ করে তিনি বলেন, মিরাট থেকে যে ধাক্কা তখন দেওয়া হয়েছিল, তাতে ইংরেজ রাজত্ব নড়ে গিয়েছিল। মিরাট থেকে আরও একটা ধাক্কা দিতে হবে। দিল্লিতে দুর্গ টলিয়ে দিতে হবে।

এদিন তিনি আক্রমণ শানান উত্তরপ্রদেশের শাসক দল সমাজবাদী পার্টিকেও। বলেছেন, মুখ্যমন্ত্রী অখিলেশ সিং যাদব হিংসা বন্ধ করতে পারেননি। বিদ্যুতের সমস্যার সমাধান করতে পারেননি। কর্মসংস্থানে ব্যর্থ। তাই লোকসভা ভোটে রাজ্যের সিংহভাগ আসনে বিজেপি প্রার্থীদের জিতিয়ে বার্তা দিতে হবে অখিলেশ সিং যাদবকেও।

English summary
Congress nurturing hatred among people, says Narendra Modi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X