For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নতুন মতাদর্শ–কাজের পদ্ধতির প্রয়োজন কংগ্রেসের, দাবি জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার

নতুন মতাদর্শ–কাজের পদ্ধতির প্রয়োজন কংগ্রেসের, দাবি জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার

Google Oneindia Bengali News

২০১৫ সালের মতোই এ বছরের বিধানসভা নির্বাচনে কার্যত কংগ্রেসের ঝুলি ফাঁকা। দিল্লির মসনদে আপেরই জয়–জয়কার। কংগ্রেসের এই হার নিয়ে দলের শীর্ষ নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বৃহস্পতিবার জানিয়েছেন যে তাঁর দলের নতুন মতাদর্শের প্রয়োজন এবং নতুন কাজের পদ্ধতির মাধ্যমে দিল্লিবাসীর মন জয় করতে হবে।

নতুন মতাদর্শ দরকার

নতুন মতাদর্শ দরকার

প্রাক্তন কংগ্রেস সাংসদ জ্যোতিরাদিত্য এই পরাজয়কে অত্যন্ত হতাশাজনক অভিহিত করে বলেন, ‘‌দেশের বদল ঘটেছে, তাই আমাদেরও নতুন চিন্তাভাবনার উপায়ও বেছে নেওয়া দরকার এবং দেশের মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করা উচিত।'‌ তিনি পাশাপাশি এও জানিয়েছেন যে জরুরি ভিত্তিতে নতনু মতাদর্শ ও কাজের পদ্ধতির প্রয়োজন রয়েছে।

প্রিয়াঙ্কা গান্ধীর মন্তব্য

প্রিয়াঙ্কা গান্ধীর মন্তব্য

দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী জানিয়েছেন যে তাঁর দলকে এখনও অনেক লড়াই লড়তে হবে এবং এটাই করতে হবে। দিল্লির বিধানসভা নির্বাচনে কংগ্রেসের নির্বাচন লড়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রিয়াঙ্কা গান্ধী বারাণসী বিমানবন্দরের বাইরে এই মন্তব্য করেছিলেন, যার ফল মঙ্গলবার ঘোষণা করা হয়। প্রিয়াঙ্কা দিল্লিতে সিএএ-বিরুদ্ধ আন্দোলনে যোগ দিতে দিল্লি যাচ্ছিলেন। তিনি বলেন, ‘‌জনগণ যেটা করেছে সেটা অবশ্যই সঠিক। কিন্তু এটাই সময় আমাদের সংগ্রাম করার। আমাদের অনেক সংঘর্ষ করতে হবে এবং আমরা তা করবই।'‌

 পরপর হার কংগ্রেসের

পরপর হার কংগ্রেসের

এ বছরের নির্বাচনেও কংগ্রেস নিজের সেরাটা দিতে ব্যর্থ হয়েছে। ৭০টি আসনের মধ্যে একটাও কংগ্রেসের ঝুলিতে পড়েনি। ২০১৫ সালেও একই ফল করেছিল কংগ্রেস। টানা দু'‌বার এই হার কংগ্রেসকে কিছুটা হলেও হতাশাগ্রস্ত করে তুলেছে।

English summary
congress needs new ideology work process jyotiraditya scindia claims
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X