For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কংগ্রেস মুক্ত ভারত বলতে মোদী কী বোঝেন! ব্যাখ্যায় প্রধানমন্ত্রী নিজেই

বিরোধী কংগ্রেস মুক্ত ভারতের ব্যাখ্যা করতে গিয়ে নতুন এক ব্যাখ্যা করেছেন মোদী।

  • |
Google Oneindia Bengali News

দেশের অন্যতম বড় একটি সংবাদচ্যানেলে রবিবার একটি সাক্ষাৎকার সম্প্রচারিত হয়। সেখানে দেশ ও আন্তর্জাতিক নানা বিষয়ে নরেন্দ্র মোদীকে প্রশ্ন করেন দুই সাংবাদিক। সেখানেই বিরোধী কংগ্রেস মুক্ত ভারতের ব্যাখ্যা করতে গিয়ে নতুন এক ব্যাখ্যা করেছেন মোদী।

কংগ্রেস মুক্ত ভারত বলতে মোদী কী বোঝেন! দিলেন ব্যাখ্যা

প্রধানমন্ত্রী ব্যাখ্যা, কংগ্রেস সারা দেশে যে রাজনৈতিক সংষ্কৃতি তৈরি করেছে তা থেকে দেশবাসীকে মুক্ত হওয়ার আহ্বন জানিয়েছেন তিনি। তাঁর ব্যাখ্যা, যে সংষ্কৃতি স্বাধীনতা সংগ্রামের সময়ে যুবকদের উদ্বুদ্ধ করেছিল, তা সময়ের সঙ্গে সঙ্গে অধঃগমনে গিয়েছে, পরিবারতন্ত্রে বদলে গিয়েছে।

এই পরিবারতান্ত্রিক সংষ্কৃতিকে কংগ্রেস জন্ম দিয়েছে। যার ফলে কংগ্রেস মুক্ত ভারত বলতে তিনি এই সংষ্কৃতিমুক্ত ভারতের কথাই বলেছেন। এই অবস্থা থেকে কংগ্রেস নেতা-কর্মীদেরও বেরিয়ে আসতে হবে বলে তিনি মন্তব্য করেন।

মোদীর কথায় রাজনৈতিক নেতাদের প্রতি মানুষের যে মনোভাব তার বদল প্রয়োজন। প্রতিটি রাজনৈতিক দলেই পরিশ্রমী নেতা রয়েছেন। অনেকে রয়েছেন যারা ১৮-২০ ঘণ্টা করে পরিশ্রম করেন। তবে তার মধ্যে কেউ বিমানে চড়লে মানুষ চোখ উঁচিয়ে তাকায়। সাধারণভাবে মানুষ রাজনেতাদের সম্পর্কে যা মনে করা তা বেশ হতাশাজনক। এই অবস্থার বদল প্রয়োজন।

বিশ্ব ব্যাঙ্ক ভারতে ব্যবসার আদর্শ পরিবেশ তৈরি হয়েছে এই দাবি করে ক্রমতালিকায় ৩০ ধাপ তুলে দিয়েছে ভারতকে। এই নিয়ে খুশি প্রকাশ করে মোদী বলেছেন, এটা ভালো লক্ষণ তবে ভারতের মতো দেশে মানুষের বাঁচার আদর্শ পরিবেশ আগে তৈরি হওয়া প্রয়োজন।

English summary
Congress needs to be freed from ‘Congress culture', utters Narendra Modi in tv interview
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X