For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শ্রমিকদের নিয়ে তৈরি তথ্যচিত্র প্রকাশ করলেন রাহুল গান্ধী, লকডাউনের চিত্র তুলে ধরলেন ভয়েসওভারে

Google Oneindia Bengali News

লকডাউনের জেরে বিভিন্ন জায়গায় শ্রমিকরা আটকে রয়েছেন। সেই শ্রমিকদেরই সমস্যার কথা তুলে ধরতে একটি তথ্যচিত্র তৈরি করেন রাহুল গান্ধী। এদিন সেই তথ্যচিত্র প্রকাশ্যে আনা হয়। টুইটারে এই ভিডিও প্রকাশ করেন রাহুল গান্ধী। পরে নিজের ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেন রাহুল। এদিন সকাল ৯ টায় এই তথ্যচিত্র প্রকাশ করা হয়।

১৬ মে দিল্লির শ্রমিকের সঙ্গে দেখা করেছিলেন রাহুল গান্ধী

১৬ মে দিল্লির শ্রমিকের সঙ্গে দেখা করেছিলেন রাহুল গান্ধী

১৬ মে দিল্লির সুখদেব বিহার ফ্লাইওভারের পাশে বসে থাকা কিছু শ্রমিকের সঙ্গে দেখা করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁদের সঙ্গে কথা বলেছিলেন। শ্রমিকরাও নিজেদের সমস্যার কথা জানিয়েছিলেন তাঁকে। পরে তাঁদের জন্য গাড়ির ব্যবস্থা করে রাজ্যে ফিরতে সাহায্য করেন রাহুল গান্ধী। তথ্যচিত্রটিতে শ্রমিকদের সঙ্গে তাঁর কথোপকথনের এই দৃশ্যটিকে পটভূমি আকারে তুলে ধরা হয়। পাশাপাশি শ্রমিকদের সমস্যার কথা তুলে ধরা হয়।

রাহুল গান্ধীর ভয়েসওভার

রাহুল গান্ধীর ভয়েসওভার

এরপরেই তথ্যচিত্রতে রাহুল গান্ধীর ও শ্রমিকদের কথোপকথন তুলে ধরা হয়। সেখানে রাহুল গান্ধীকে শ্রমিকদের কিছু প্রশ্ন করতে দেখা যায়। যেমন, তাঁদের কাছে অর্থ আছে কি না। লকডাউন কী ,সে সম্পর্কে তাঁরা কীভাবে জানলেন।

রাহুলের প্রশ্নের পরিপ্রেক্ষিতে উত্তর দেন শ্রমিকরা

রাহুলের প্রশ্নের পরিপ্রেক্ষিতে উত্তর দেন শ্রমিকরা

তথ্যচিত্রতে দেখা যায়, রাহুলের প্রশ্নের পরিপ্রেক্ষিতে উত্তর দেন শ্রমিকরা এবং নিজেদের সমস্যার কথা জানান তাঁকে। এক শ্রমিক রাহুলকে জানান, তাঁর কাছে টাকা নেই। তাঁকে কেউ সাহায্যও করেনি। একটি কারখানায় কাজ করতেন তিনি।

পুলিশ শ্রমিদের সঙ্গে দুর্ব্যবহার করেছে

পুলিশ শ্রমিদের সঙ্গে দুর্ব্যবহার করেছে

অন্য এক শ্রমিক আবার রাহুলকে জানান, পুলিশ তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেছে। তাঁরা ঘর থেকে বাইরে বের হলেই পুলিশ মারত। স্থানীয়দের ব্যবহারও ভালো ছিল না বলে তিনি জানান। এরপরেই রাহুল গান্ধীর আরও একটি ভয়েস ওভার দিয়ে তথ্যচিত্রটি শেষ হয়।

তথ্যচিত্রের কথা শুক্রবারই টুইট করে জানিয়েছিলেন রাহুল গান্ধী

তথ্যচিত্রের কথা শুক্রবারই টুইট করে জানিয়েছিলেন রাহুল গান্ধী

শ্রমিকদের নিয়ে তৈরি এই তথ্যচিত্রের কথা শুক্রবারই টুইট করে জানিয়েছিলেন রাহুল গান্ধী। গতকাল টুইটারে তিনি লেখেন, 'কিছুদিন আগে আমি কিছু প্রবাসী শ্রমিকের সঙ্গে দেখা করেছিলাম। তাঁরা হরিয়ানা থেকে বহু কিলোমিটার পথ হেঁটে দিল্লি পৌঁছান। তাঁরা ঝাঁসিতে যাচ্ছিলেন। আগামীকাল সকাল ৯টায় এই শ্রমিকদের ধৈর্য্য, সংকল্প ও অস্তিত্বের অবিশ্বাস্যকর কাহিনি দেখুন।'

<strong>ফের মমতাকে খোঁচা দিয়ে টুইট রাজ্যপাল ধনকড়ের! আম্ফান আবহেই জোর রাজনৈতিক তরজা</strong>ফের মমতাকে খোঁচা দিয়ে টুইট রাজ্যপাল ধনকড়ের! আম্ফান আবহেই জোর রাজনৈতিক তরজা

English summary
congress mp rahul gandhi published documentary of migrant workers and lockdown with his own voiceover
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X