For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অধিবেশনের মধ্যেই মল্লিকার্জুন খাড়গেকে ইডির তলব! 'রাজনৈতিক ষড়যন্ত্র' বলল কংগ্রেস

রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গেকে জেরা করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আজ বৃহস্পতিবার অন্তত ছয় ঘন্টা বর্ষীয়ান এই কংগ্রেস নেতাকে জেরা করা হয়েছে। ন্যাশানাল হেরাল্ড মামলা আর্থিক কেলেঙ্কারি র তদন্ত করছে এনফোর্সমেন্ট

  • |
Google Oneindia Bengali News

রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গেকে জেরা করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আজ বৃহস্পতিবার অন্তত ছয় ঘন্টা বর্ষীয়ান এই কংগ্রেস নেতাকে জেরা করা হয়েছে। ন্যাশানাল হেরাল্ড মামলা আর্থিক কেলেঙ্কারি র তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর সেই মামলাতেই এদিন খার্গেকে জেরা করা হয়েছে বলে জানা যাচ্ছে।

পাশে আছি, জানাল কংগ্রেস

আর এই ঘটনাকে নিয়েই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। রাজনৈতিক প্রতিহিংসা বলে টুইট কংগ্রেস নেতা জয়রাম রমেশের।

বৃহস্পতিবার সংসদে তখন অধিবেশন চলছে। এর মধ্যে ডাক পড়ে ইডির। দুপুর তখন সাড়ে ১২ টা। সেই সময় ইডির নোটিশ পান মল্লিকার্জুন খাড়গে। এদিন সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ উপ রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত আলোচনার জন্যে দলীয় নেতাদের নিয়ে একটি নৈশভোজের আয়োজন করেছিলেন এই কংগ্রেস নেতা। কিন্তু তার আগেই তলব করে ইডি।

এরপরেই জয়রাম রমেশ টুইট করেন। তিনি লেখেন, এটাই হল মোদী সরকারের রাজনৈতিক ষড়যন্ত্রের স্বরূপ। জয়রাম রমেশ জানিয়েছে, আগামীকাল শুক্রবার দেশজুড়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এক বড়সড় বিক্ষোভ কর্মসূচি'র ডাক দিয়েছে কংগ্রেস। মূল্যবৃদ্ধি, জিএসটি , বেকারত্ব সহ একাধিক ইস্যুতে মোদী সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলবে বিরোধীরা।

কংগ্রেস সাংসদের দাবি, সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। আর তা থেকে দৃষ্টি ঘরানোর জন্যেই ইডিকে অস্ত্র হিসাবে ব্যবহার করছে কেন্দ্র। সংবাদ সংস্থার মুখোমুখি হয়ে জয়রাম রমেশ বলেন, আমরা আজ সংসদে বলেছি মোদী সরকারের দুই ভাই। ইডি এবং সিবিআই। তিনি টুইট করে জানিয়েছেন, গোটা দল খার্গের পাশে রয়েছে।

এদিন রাজ্যসভাতেও ইডির তলব করার কথা জানান মল্লিকার্জুন খাড়গে। বাদল অধিবেশনের প্রশ্নত্তর পর্ব চলাকালীন বর্ষীয়ান এই নেতা জানান, তাঁকে কেন্দ্রীয় সংস্থা তলব করেছে। কংগ্রেসকে কালিমালিপ্ত করার জন্যেই দিল্লির বিজেপি সরকার এমনটা করছে বলেও অভিযোগ কংগ্রেস নেতার।

তিনি প্রশ্ন তুলেছেন, অধিবেশন চলাকালীন এভাবে তলব করা কি উচিৎ? রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর বাড়ি কি পুলিশ দিয়ে ঘিরে ফেলা সঠিক কাজ? তাঁর দাবি, আসলে ভয় দেখাতে চাইছে কংগ্রেস। কিন্তু কংগ্রেস কখনই ভয় পাবে না। লড়াই করবে বলেও বার্তা মল্লিকার্জুন খার্গের।

উল্লেখ্য, ন্যাশনাল হেরাল্ড নিয়ে প্রধানমন্ত্রী মোদীকে তীব্র নিশানা করেছেন রাহুল গান্ধী। প্রসঙ্গত বুধবার ইডি (ED) হেরাল্ড হাউসে ইয়ং ইন্ডিয়ার অফিস সিল করে দেয়। এরপর দিল্লি পুলিশের তরফে রাহুল গান্ধীর বাসস্থান এবং কংগ্রেসের সদর দফতর ঘিরে ফেলা হয়। তার ঠিক একদিন পরে তীব্র আক্রমণ শানিয়েছেন রাহুল গান্ধী।

English summary
Congress MP Mallikarjun kharge summoned by ED during monsoon session in National Herald case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X