For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বাসঘাতক পাইলটকে দল থেকে তাড়ানো হোক! মনে পাথর রেখে গেহলটের কাছে দরবার বিধায়কদের

Google Oneindia Bengali News

সচিন পাইলট ও তাঁর ১৯ জন অনুগামীকে যেন কোনও ভাবে দলে ফেরানো না হয়। এই দাবিতেই এবার সরব হল রাজস্থান কংগ্রেসের পরিষদীয় দলের সদস্য বা বিধায়করা। রবিবার জয়সলমেরের রিসর্টে অনুষ্ঠিত কংগ্রেসের পরিষদীয় দলের বৈঠকে এই দাবি তোলেন গেহলট পন্থী বিধায়কদের অধিকাংশ। কংগ্রেসের সর্বভারতীয় জেনারেল সেক্রেটারি অবিনাশ পান্ডেও এই বিষয়ে বিধায়কদের সঙ্গে গলা মেলান।

১৪ অগাস্ট থেকে শুরু হবে বিধানসভা অধিবেশন

১৪ অগাস্ট থেকে শুরু হবে বিধানসভা অধিবেশন

বহু নাটকের পর ১৪ অগাস্ট থেকে শুরু হবে বিধানসভা অধিবেশন। আস্থা ভোটের মুখোমুখি হবে কংগ্রেস সরকার। তার আগে বিধায়কদের চিঠি লিখে ‘সত্য' ও ‘গণতন্ত্রের' পক্ষে থাকার আহ্বান জানালেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। এরপরই পরিষদীয় দলের বৈঠকে অশোক গেহলটের কাছে বিধায়করা দরবার করেন যাতে সচিন পাইলটকে দলে আর ফেরানো না হয়।

পাইলট ও বিদ্রোহী কংগ্রেস বিধায়করা কী ফিরতে পারবেন?

পাইলট ও বিদ্রোহী কংগ্রেস বিধায়করা কী ফিরতে পারবেন?

এর মধ্যেই সচিন পাইলটের নেতৃত্বাধীন বিদ্রোহী কংগ্রেস বিধায়কদের দলে স্বাগত জানানোর কথা বলেছিলেন অশোক গেহলট। তিনি বলেছিলেন, যদি কংগ্রেস হাইকমান্ড বিদ্রোহীদের ক্ষমা করে দেন, তাহলে তাঁদের তিনি স্বাগত জানাবেন। তবে প্রথম থেকেই পাইলটকে বিজেপি সূত্রে গেঁথে তাঁর বিরুদ্ধে দলের অন্দরেই বিদ্বেষ তৈরির কাজ সম্পন্ন করেছেন গেহলট।

নতুন ফ্যাসাদ তৈরি করেছেন মায়াবতী

নতুন ফ্যাসাদ তৈরি করেছেন মায়াবতী

এর মধ্যে আবার নতুন ফ্যাসাদ তৈরি করেছেন মায়াবতী। তাঁর দলের যে ৬ জন বিধায়ক গতবছর কংগ্রেসে যোগ দিয়েছিলেন, তাঁদের বিধায়কপদ বাতিলের দাবিতে রাজস্থান হাই কোর্টে মামলা ঠুকে দিয়েছেন তিনি। আগামী ১১ আগস্ট ওই মামলার শুনানি। যদি কোনওভাবে ওই ৬ বিধায়কের পদ বাতিল হয়, তাহলে সংখ্যালঘু হয়ে যেতে পারে অশোক গেহলটের নেতৃত্বাধীন কংগ্রেস সরকার।

গেহলট ক্যাম্পের আশঙ্কা

গেহলট ক্যাম্পের আশঙ্কা

এদিকে যে অভিসন্ধিতে বিধানসভা অধিবেশন ডাকা হয়েছিল, তা ব্যর্থ হতে চলেছে বলে আশঙ্কা গেহলট ক্যাম্পের। কারণ, দলীয় হুইপ জারি হলেই আসন্ন অধিবেশনে যোগ দেবেন সচিন পাইলট শিবিরের কংগ্রেস বিধায়করা। বল্লাভাবনগরের বিধায়ক গজেন্দ্র সিং শেখাওয়াতের এই ঘোষণাতেই মরু রাজ্যের রাজনীতিতে ফের ঝড়ের আভাস। তার উপর ৬ বিধায়কের সদস্যপদ খারিজ হওয়ার আশঙ্কা।

গেহলটের মূল লক্ষ্য

গেহলটের মূল লক্ষ্য

মূলত সচিন পন্থীদের বিধানয়ভায় উপস্থিত না হওয়ার উপরই ভরসা করে ছিলেন অশোক। তবে সেই আশাও ভেস্তে যেতে দেখে ফের বিজেপির দিকে বিধায়ক কেনা বেচা নিয়ে আঙুল তোলেন গেহলট। তবে এবার বিজেপি এই একই অভিযোগ তুলল গেহলটের দিকে। তবে এই বিষয়ে কংগ্রেসের তরফে কোনও কিছু বলা হয়নি এখনও। জানা গিয়েছে ইতিমধ্যেই বিজেপি তাদের ১২ জন বিধায়ককে রাজস্থান থেকে গুজরাতে পাঠিয়েছে।

<strong>জঙ্গিদের গুলিতে জখম হামিদের লড়াই শেষ! মৃত্যু হল কাশ্মীরের বিজেপি নেতার</strong>জঙ্গিদের গুলিতে জখম হামিদের লড়াই শেষ! মৃত্যু হল কাশ্মীরের বিজেপি নেতার

English summary
Congress MLAs on side of Ashok Gehlot asks for rebel Sachin Pilot and 19 MLAs expulsion from party
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X