For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লোকসভায় টিকিট না পেয়ে দলীয় কার্যালয়ের সমস্ত চেয়ার তুলে নিয়ে গেলেন কংগ্রেস নেতা

লোকসভা নির্বাচনে টিকিট না পেয়ে দলীয় কার্যালয়ে থাকা ৩০০টি চেয়ার তুলে নিয়ে অফিস ফাঁকা করে দিলেন বিক্ষুব্ধ কংগ্রেস নেতা।

  • |
Google Oneindia Bengali News

লোকসভা নির্বাচনে টিকিট না পেয়ে দলীয় কার্যালয়ে থাকা ৩০০টি চেয়ার তুলে নিয়ে অফিস ফাঁকা করে দিলেন বিক্ষুব্ধ কংগ্রেস নেতা। ঘটনাটি ঘটেছে মধ্য মহারাষ্ট্রে। কংগ্রেস বিধায়ক আবদুল সাত্তার নিজের সমর্থকদের নিয়ে এসে একাজ করেছেন।

টিকিট না পেয়ে দলীয় কার্যালয়ের সমস্ত চেয়ার তুলে নিয়ে গেলেন কংগ্রেস নেতা

সিল্লোডের বিধায়ক সাত্তার দল ছেড়ে দেন ও চেয়ার নিয়ে যান। বলেন, এই চেয়ারগুলি তাঁর নিজের। ঘটনাটি ঘটেছে শাহগঞ্জে কংগ্রেসের দফতরে। সেখানে জোট বাঁধা দল এনসিপি নেতাদের সঙ্গে কংগ্রেস নেতাদের বৈঠক হওয়ার কথা ছিল।

[আরও পড়ুন:কংগ্রেসে যুক্ত হল গ্ল্যামার, রাহুলের হাত ধরে দলে যোগ উর্মিলার, পাচ্ছেন লোকসভার টিকিট][আরও পড়ুন:কংগ্রেসে যুক্ত হল গ্ল্যামার, রাহুলের হাত ধরে দলে যোগ উর্মিলার, পাচ্ছেন লোকসভার টিকিট]

সেই বৈঠকের আগেই সাত্তার সমর্থকদের নিয়ে এসে ৩০০টি চেয়ার নিয়ে যান। পরে উপায় না দেখে সেই বৈঠক এনসিপির দফতরে হয়েছে।

[আরও পড়ুন: দলীয় কার্যালয়ের চৌকিদারের কাছে চিঠি দিয়ে পদত্যাগ বিজেপি সাংসদের][আরও পড়ুন: দলীয় কার্যালয়ের চৌকিদারের কাছে চিঠি দিয়ে পদত্যাগ বিজেপি সাংসদের]

ঔরঙ্গাবাদের গুরুত্বপূর্ণ নেতা সাত্তার। তিনি আশা করেছিলেন এখান থেকে আসন পাবেন। তবে কংগ্রেস সুভাষ ঝামবাদকে টিকিট দেয় কংগ্রেস। যার ফলে দল ছেড়ে চেয়ার নিয়ে গিয়েছেন সাত্তার।

English summary
Congress MLA in Maharashtra Abdul Sattar takes away chairs from party office
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X