For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঝাড়খণ্ডে হেমন্ত সোরেন সরকার ফেলতে কত টাকার টোপ দিয়েছিল বিজেপি! ফাঁস করলেন কংগ্রেস বিধায়ক

ঝাড়খণ্ডে হেমন্ত সোরেন সরকার ফেলতে কত টাকার টোপ দিয়েছিল বিজেপি! ফাঁস করলেন কংগ্রেস বিধায়ক

Google Oneindia Bengali News

ভের ঘোড়া কেনা বেচার খেলা শুরু করতে চাইছে বিজেপি। এবার টার্গেট ঝাড়খণ্ড। বিজেপির দুরভিসন্ধির নিয়ে হাটে হাঁড়ি ভাঙলেন কংগ্রেস বিধায়ক। ঝাড়খণ্ডের কংগ্রেস বিধায়ক দাবি করেছেন হেমন্ত সোরেন সরকারকে ফেলার জন্য তাঁকে ১ কোটি টাকা দিতে চেয়েছিল বিজেপি। যদিও সরাসরি বিজেপির নাম তিনি করেননি তিনি বলেছেন কিছু অপরিচিত ব্যক্তি তাঁকে এই টাকা দিতে চেয়েছিল। এক বার নয় একাধিক বার তাঁর কাছে এই প্রস্তাব এসেছে বলে জানিয়েছেন বিধায়ক বিক্সেল কোঙ্গারি।

হেমন্ত সোরেন সরকার ফেলার

হেমন্ত সোরেন সরকার ফেলার

ঘোড়া কেনাবেচা করে সরকার ফেলার ছক নতুন নয় বিজেপির। মধ্যপ্রদেশ, কর্নাটকে একই খেলায় মেতেছিল তারা। আর তাতেই কংগ্রেসের জোট সরকারকে ফেলে বিজেপি ক্ষমতায় এসেছিল। ছলে বলে কৌশলে ক্ষমতা দখলের মরিয়া চেষ্টা চালান অমিত শাহরা। রাজস্থানে চেষ্টা করলেও সেটা করতে পারেননি। এবার টার্গেট নিয়েছেন ঝাড়খণ্ডের। হেমন্ত সোরেন সরকারকে ফেলার মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি।

কংগ্রেসের বিধায়কের বিস্ফোরক দাবি

কংগ্রেসের বিধায়কের বিস্ফোরক দাবি

ঝাড়খণ্ডের কংগ্রেস বিধায়ক বিক্সেল কোঙ্গারি দাবি করেছেন। তাঁর কাছে তিন জন এসে ১ কোটি টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছিল। এই তিনজনকে তিনি চেনেন না। সংখ্যালঘু এবং আদিবাসী দফতরের মন্ত্রী তিনি। তাঁকে টাকা দিয়ে কিনতে চেয়েছিল বিজেপি। কারণওই তিন ব্যক্তি নাকি পরে জানায়তারা বিজেপির হয়ে কাজ করছিল। যদিও মন্ত্রী দাবি করেছেন কোনও বিজেপি কর্মী কিন্তু তাঁর কাছে আসেননি। সঙ্গে সঙ্গে তিনি পুরো ঘটনা জানিয়েছিলেন হেমন্ত সোরেনকে। মুখ্যমন্ত্রী এই বিষয়টি নিয়ে চুপ থাকতেই চেয়েছেন বলেও জানিয়েছেন তিনি।

গ্রেফতার তিন

গ্রেফতার তিন

অভিষেক দুবে, অমিত সিং এবং নিবারণ প্রসাদ মাহাত এই তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই তিনজনই মন্ত্রীকে টাকার কথা বলেছিলেন কিনা তা স্পষ্ট নয়।কারণ মন্ত্রী নিজে তাঁদের মুখ মনে করতে পারছেন না বলে জানিয়েছেন। যদিও দুপ্তাহ আগে রাঁচির কোতয়ালি থানায় কংগ্রেস বিধায়ক কুমার জিমাঞ্জল এঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। ধৃতদের বিরুদ্ধে ৪২০, ৪১৯ এবং ১২৪এ, ১২০ বি ধারায় মামলা দায়ের করা হয়েছে।

বিজেপি যোগ

বিজেপি যোগ

ধৃত তিনজনেরই বিজেপি যোগ মিলেছে। নিবারণ প্রসাদ মাহাতর ফেসবুক প্রোফাইলে ধানবাদের বিজেপি নেতার সাংসদের সঙ্গে ছবি রয়েছে। এদিকে এই ঘটনার সিবিআই তদন্ত দাবি করেছে কংগ্রেস। বিজেপি সরকার ফেলার চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন ঝাড়খণ্ডের কংগ্রেস নেতারা।

English summary
Jharkhand Congress MLA disclose BJP try to break Hemant Soren Government
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X