For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আমাকে বিপাকে ফেলতে কংগ্রেস সরকারি সংস্থার অপব্যবহার করছে : নরেন্দ্র মোদী

Google Oneindia Bengali News

আমাকে বিপাকে ফেলতে কংগ্রেস সরকারি সংস্থার অপব্যবহার করছে : নরেন্দ্র মোদী
বারমার (রাজস্থান), ১২ এপ্রিল : কংগ্রেসকে ফের আক্রমণ শানালেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী। বললেন, আমাকে বিপাকে ফেলতে সমস্ত সরকারি সংস্থাগুলির অপব্যবহার করা হচ্ছে।

শনিবার বারমেরের পাঁচপদ্রে একটি জনসভায় বক্তব্য রাখতে উঠে নরেন্দ্র মোদী বলেন, গত ১০ বছর ধরে সমস্ত সরকারি সংস্থাগুলির অপব্যবহার করে আমাকে বিপাকে ফেলার চেষ্টা চালানো হচ্ছে। এর জন্য সরকার অতিরিক্ত সময়অতিবাহিত করছে। কেন্দ্রীয় তদন্তকারি দল বা সিবিআই-এর নাম না করেই মোদী এই মন্তব্য করেন।

সমহিমায় জনতার উদ্দেশে মোদী বলেন, আপনাদের সরকার মোদীকে বিপাকে ফেলতে অতিরিক্ত সময় খাটছে। সরকারকে বলব আপনারা চেষ্টা চালিয়ে যান, মানুষ আপনাদের শিক্ষা দেবে।

সম্প্রতি এক জনসভায় রাহুল গান্ধী বিজেপির প্রচারকে বলিউড ছবি ধুম-এর সঙ্গে তুলনা করেন। তারই পরিপ্রেক্ষিতে জবাব দিতে গিয়ে এদিন মোদী বলেন, ২০১১ সালে ভারতপুরের গোপালগড়ে ফৌজদারি মামলায় অভিযুক্ত এক ব্যক্তির সঙ্গে মোটর সাইকেল চড়ে কংগ্রেস নেতা গিয়েছিলেন বলেই এই বলিউড ছবির কথা ওর মনে পড়েছে।

উল্লেখ্য ২০১১ সালের সেপ্টেম্বর মাসে ভারতপুরের গোপালগড়ে সাম্প্রদায়িক দাঙ্গার পর রাহুল গান্ধী এলাকা পরিদর্শনে গিয়েছিলেন।

নরেন্দ্র মোদীর কথায়, রাজস্থানের তৎকালীন মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে 'শাহাজাদা' নিজের এই পরিদর্শন সম্পর্কে বলতেও পারেননি। শাহাজাদা তখন চুরি করা একটি বাইকে একজন অপরাধীর সঙ্গে এলাকা পরিদর্শনে গিয়েছিলেন।

এদিন কংগ্রেসের পাশাপাশি দলের বিদ্রোহী বরিষ্ঠ নেতা যশবন্ত সিংয়েরও নিন্দা করেন মোদী। কারও নাম না নিয়ে তিনি বলেন, কিছু নেতা আছেন যাঁদের পাঁচ বছরে মুখ দেখা যায় না। অথচ ঠিক ভোটের আগে আচমকা মানুষের কাছে ভোট চাইতে চলে আসেন।

অমৃতসরের কংগ্রেস প্রার্থী অমরিন্দর সিংয়ে প্রসঙ্গ টেনে মোদী বলেন, পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং লোকসভা প্রার্থীর বিরুদ্ধে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সত্যতা গোপনের জন্য অভিযোগ দায়ের হয়েছে। আমি তদন্তকারি অফিসারদের বলব এবিষয়ে তদন্ত শুরু করা হোক। যদি উনি দোষী না হন তাহলে কংগ্রেসের ওনার পক্ষে সওয়াল করা উচিত। সত্য জানার অধিকার মানুষের রয়েছে।

English summary
Congress misusing government agencies to trouble me: Modi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X