For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাফালে নিয়ে রাহুলকে চিঠি! অভিযোগ অস্বীকার করে ব্যক্তিগত আক্রমণের জন্য ক্ষোভ অনিলের

রাফালে নিয়ে কংগ্রেসের অভিযোগ অস্বীকার করে সভাপতি রাহুল গান্ধীকে চিঠি পাঠালেন রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান অনিল অম্বানি।

  • |
Google Oneindia Bengali News

রাফালে নিয়ে কংগ্রেসের অভিযোগ অস্বীকার করে সভাপতি রাহুল গান্ধীকে চিঠি পাঠালেন রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান অনিল অম্বানি। অভিযোগ পুরোপুরি ভুল বলে বর্ণনা করে, বিষয়টি নিয়ে বিপক্ষ বাণিজ্যিক গোষ্ঠীর দিকে অভিযোগের আঙুল তুলেছেন তিনি।

রাফালে নিয়ে রাহুলকে চিঠি! অভিযোগ অস্বীকার করে ব্যক্তিগত আক্রমণের জন্য ক্ষোভ অনিলের

অনিল অম্বানি রাফালে নিয়ে রাহুল গান্ধীকে প্রথম চিঠিটি লিখেছিলেন ডিসেম্বরে। এরপর গত সপ্তাহে ফের তিনি চিঠি লিখেছেন রাহুল গান্ধীকে। তাঁর গোষ্ঠী রাফালের কোনও যন্ত্রই তৈরি করছে না। ভারত ফ্রান্স থেকে ৩৬ টি রাফালে জেট কেনার জন্য চুক্তি করেছে।

এর আগে রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন, পূর্বতন ইউপিএ সরকারের সময়ের থেকে অনেক বেশি দামে রাফালে কিনতে চুক্তি করা হয়েছে। এক ব্যবসায়ীর স্বার্থরক্ষায় এই চুক্তি করা হয়েছে বলে অভিযোগ করেছিলেন রাহুল গান্ধী। কংগ্রেসের তরফে এর তদন্তে যুগ্ম সংসদীয় দল গঠনের দাবি করা হয়েছে।

রিলায়েন্সের তরফে কংগ্রেসের অভিযোগকে অনুভিত্তিক এবং কায়েমি স্বার্থের জন্য বলা হয়েছে। ভারত সরকারের সঙ্গে এবিষয়ে কোনও যোগাযোগের কথাও অস্বীকার করা হয়েছে অনিল অম্বানির চিঠিতে।

ভারতকে রাফালে জেট সরবরাহ করতে ফ্রান্সের ডসাল্ট রিলায়েন্সের সঙ্গে যুগ্মভাবে এই কাজ করছে। প্রতিরক্ষায় প্রচলিত রীতি অনুযায়ী, বিদেশি সরবরাহকারী সংস্থা, যেদেশে তা সরবরাহ করা হচ্ছে, সেই দেশের কোনও সংস্থার সঙ্গে তা তৈরি ব্যাপারে চুক্তিবদ্ধ হতে পারে। কোনও কোনও সময় তা প্রযুক্তি হস্তান্তরের পর্যায়েও যায়।

[আরও পড়ুন:মমতা বন্দ্যোপাধ্যায় মায়ের মতো! এনডিএ শরিকের 'বার্তা'য় নতুন সমীকরণের ইঙ্গিত][আরও পড়ুন:মমতা বন্দ্যোপাধ্যায় মায়ের মতো! এনডিএ শরিকের 'বার্তা'য় নতুন সমীকরণের ইঙ্গিত]

রাফালে চুক্তির ক্ষেত্রে এবিষয়ে সুযোগ পেয়েছে প্রতিরক্ষা শিল্পে নতুন পা রাখা রিলায়েন্স গ্রুপ। যদিও তারা স্পষ্ট করে জানায়নি কোন যন্ত্র তারা ভারতে তৈরি করবে।

অনিল অম্বানি, রাহুল গান্ধীকে দেওয়া তাঁর চিঠিতে ব্যক্তিগত আক্রমণের জন্য ক্ষোভ প্রকাশ করেছেন। সব অভিযোগকে তিনি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।

[আরও পড়ুন: ফের রক্ত ঝড়ল অনুব্রত-র গড়ে! তৃণমূল কর্মী খুন নিয়ে অভিযোগ-পাল্টা দাবি][আরও পড়ুন: ফের রক্ত ঝড়ল অনুব্রত-র গড়ে! তৃণমূল কর্মী খুন নিয়ে অভিযোগ-পাল্টা দাবি]

অনিল অম্বানি বলেছেন, ৩৬ টি বিমানের ১০০ শতাংশই ফ্রান্সে তৈরি হবে। তা আমদানি করা হবে ভারতে। ডসাল্ট আর রিলায়েন্সের যৌথ উদ্যোগ এই রাফালে যুদ্ধ বিমান তৈরি করছে না। প্রতিরক্ষামন্ত্রকের সঙ্গে রিলায়েন্স গ্রুপের কোনও কোম্পানির সঙ্গে কোনও চুক্তি হয়নি।

অনিল অম্বানি দাবি করে বলেছেন, এই প্রক্রিয়ায় সরকারি সংখ্যা বেল, ডিআরডিও-র মতো ১০০ টির বেশি সংস্থা যুক্ত রয়েছে। যাদের মধ্যে রয়েছে রিলায়েন্সও।

[আরও পড়ুন: পাখির চোখ বিনিয়োগ! ফের বিদেশ সফরে মুখ্যমন্ত্রী][আরও পড়ুন: পাখির চোখ বিনিয়োগ! ফের বিদেশ সফরে মুখ্যমন্ত্রী]

English summary
Congress misinformed on Rafale deal, Anil Ambani has written to Rahul Gandhi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X