For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কংগ্রেস নেতৃত্বে বদল চাই ! সচিনকে রাজস্থানের 'মুখ্যমন্ত্রী' দেখতে চেয়ে পারদ চড়ালেন অনুরাগীরা

  • |
Google Oneindia Bengali News

সচিন পাইলটকে ছাড়াই শুরু হয়ে গেল কংগ্রেসের হাইভোল্টেজ বৈঠক। পর পর ২ বার সচিনকে কংগ্রেসের দরবারে ডেকে পাঠানো হয়। তবে তাতে সাড়া না দিয়ে উল্টো পথে এগোতে থাকে সচিন শিবির। এবার সেই অবস্থান নিয়ে সোনিয়া শিবিরও ক্ষুব্ধ।

সচিনের বিরুদ্ধে অ্যাকশন

সচিনের বিরুদ্ধে অ্যাকশন

এতবার ডাকা সত্ত্বেও সচিন পাইলটের শিবির কংগ্রেসের বৈঠকে যোগ দেননি রাজস্থানের তরুণ তুর্কী নেতা। ফলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে কংগ্রেস। আর সেই ব্যবস্থার রূপরেখা তৈরি হতে চলেছে কংগ্রেসের বৈঠকে।

 সচিনকে মুখ্যমন্ত্রী দেখতে চান..

সচিনকে মুখ্যমন্ত্রী দেখতে চান..

এদিকে,সচিন পাইলটের অনুরাগীরা মানেসরের একটি রিসর্টে রয়েছেন। সেখান থেকেই তাঁদের দাবি, রাজস্থানের মুখ্যমন্ত্রী হিসাবে তাঁরা সচিন পাইলটকে দেখতে চান। ফলে হাইকমান্ড সেই রাস্তায় না এলে সমঝোতা হবে না।

 নেতৃত্ব নিয়ে জেহাদ!

নেতৃত্ব নিয়ে জেহাদ!

বাবা রাজেশ পাইলটের ঘরানাতেই সচিন পাইলটও একইভাবে কংগ্রেস নেতৃত্বের বিরুদ্দে জেহাদ ঘোষণা করেছেন। আর তাঁর আকমাত্র দাবি কংগ্রেসের নেতৃত্বে তিনি বদল চান। আর সেই দাবি থেকেই এদিন সোনিয়া ও রাহুলের জাকে সাড়া দিয়ে কংগ্রেসের বৈঠকে যোগ দেননি তিনি।

'সচিন রয়েছেন রাহুলের হৃদয়ে'

'সচিন রয়েছেন রাহুলের হৃদয়ে'

রাহুল গান্ধী টুইটে সেভাবে সচিন পর্ব নিয়ে মুখ না খুললেও, তাঁর অফিসের তরফে সচিন পাইলটকে জানানো হয়েছে, 'সচিন পাইলট রাহুল গান্ধীর হৃদয়ে বসবাস করেন। আর তাঁরা যখন তখনই কথা বলেন। ওঁরা দুজনেই একে অপরের প্রতি অত্যন্ত শ্রদ্ধা ও ভালোবাসা রাখেন।'

English summary
Congress meeting begins without Sachin Pilot, likely to have disciplinary action
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X