For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কংগ্রেসে পরিবারতন্ত্র শেষের ইঙ্গিত সোনিয়ার, রাহুলই কি তাহলে শেষ গান্ধী সভাপতি

ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী এক নয়া সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন। যার ফলে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু হয়ে গিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী এক নয়া সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন। যার ফলে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু হয়ে গিয়েছে। সোনিয়া বলেছেন, ভবিষ্যতে গান্ধী পরিবারের বাইরের কেউ দলের সভাপতি হতে পারেন। যার অর্থ দলের নেতৃত্বে পরিবারতন্ত্র শেষের ইঙ্গিত দিয়েছেন তিনি।

কংগ্রেসে পরিবারতন্ত্র শেষের ইঙ্গিত সোনিয়ার

সোনিয়া বলেছেন, ২০০৪ সালে মনমোহন সিং প্রধানমন্ত্রীকে করেছিলেন তিনি। কারণ তাঁর চেয়ে মনমোহন বেশি যোগ্য ছিলেন। ফলে ভবিষ্যতেও দলের নেতৃত্বে অন্য কেউ থাকতেই পারেন বলে ইঙ্গিত দিয়েছেন সোনিয়া।

তাঁকে প্রশ্ন করা হয়েছিল, গান্ধী পরিবার ছাড়া কংগ্রেস বেঁচে থাকতে পারবে কিনা। তিনি ঘুরিয়ে এই প্রশ্নের উত্তর বাকী কংগ্রেস নেতাদের থেকে জেনে নিতে বলেছেন। সোনিয়া বলেছেন, কংগ্রেস নেতারা গণতান্ত্রিক উপায়ে জিতে এসেছেন। তা সত্ত্বেও পরিবারতন্ত্রের কথা বললে বলতে হয়, মার্কিন যুক্তরাষ্ট্রে বুশ, ক্লিন্টনের পরিবার এমনকী ভারতের অনেক রাজ্যে পরিবারতন্ত্র রয়েছে।

ইউপিএ জমানায় বহুবার অভিযোগ উঠেছে, মনমোহন সিং সরকারের মুখ হলেও আদতে সরকার চালাচ্ছেন সোনিয়া। এই প্রসঙ্গে তিনি বলেছেন, এমন ধারণা ঠিক নয়। মনমোহন সিংই সরকারের দায়িত্ব সামলেছেন। তাঁর চেয়ে যোগ্য প্রার্থী ছিলেন বলেই মনমোহনকে প্রধানমন্ত্রী করা হয়েছিল।

English summary
Sonia Gandhi hints that Congress may be headed by someone outside family in future
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X