For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জ্যোতিরাদিত্যের হুঁশিয়ারিতে 'নত' কমলনাথ! ইস্তেহার নিয়ে জানালেন তাঁর মত

দলের নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে জবাব দিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ। তিনি বলেছেন, মধ্যপ্রদেশের নির্বাচনের আগে যে ইস্তেহার প্রকাশ করা হয়েছিল তার মেয়াদ ৫ বছরের।

  • |
Google Oneindia Bengali News

দলের নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে জবাব দিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ। তিনি বলেছেন, মধ্যপ্রদেশের নির্বাচনের আগে যে ইস্তেহার প্রকাশ করা হয়েছিল তার মেয়াদ ৫ বছরের। সময় এখনও পূরণ হয়নি বলেও জানিয়েছেন তিনি। এর আগে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া অভিযোগ করেছিলেন ইস্তেহারে থাকা আশ্বাস বকেয়া রয়েছে। যা পূরণ না হলে তিনি রাস্তায় নামবেন।

জ্যোতিরাদিত্যের হুঁশিয়ারি

জ্যোতিরাদিত্যের হুঁশিয়ারি

কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি ইস্তেহারে দেওয়া প্রতিশ্রুতি পূরণ না করা হয়, তাহলে তিনি আন্দোলনকারীদের জন্য রাস্তায় গিয়ে নামবেন। তিনি বলেছেন, একইসঙ্গে তিনি তরোয়াল এবং ঢাল হয়ে কাজ করছেন।
মধ্যপ্রদেশের টিকামগড়ে অতিথি শিক্ষকদের বিক্ষোভ সমাবেশে জ্যোতিরাদিত্য বলেছেন, তিনি, তাঁদের দাবি সমর্থন করেন। ২০১৮-র বিধানসভা নির্বাচনের ইস্তেহারেই সকথার উল্লেখ ছিল বলে মন্তব্য করেছেন তিনি।

কংগ্রেসে নতুন চিন্তার প্রয়োজন, বলছিলেন জ্যোতিরাদিত্য

কংগ্রেসে নতুন চিন্তার প্রয়োজন, বলছিলেন জ্যোতিরাদিত্য

দিল্লিতে কংগ্রেসের ফলাফলকে হতাশাজনক বলেও মন্তব্য করেছিলেন জ্যোতিরাদিত্য। কংগ্রেসে নতুন চিন্তা, নতুন চিন্তাধারা প্রয়োজন বলেও জানিয়েছিলেন তিনি।

ইস্তেহার ৫ বছরের, জবাব কমলনাথের

ইস্তেহার ৫ বছরের, জবাব কমলনাথের

জ্যোতিরাদিত্যের হুঁশিয়ারির জবাবে, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ জানিয়েছেন, ইস্তেহার ৫ বছরের জন্য। ৫ মাসের জন্য নয়।

কৈলাস বিজয়বর্গীয়ের কটাক্ষ

কৈলাস বিজয়বর্গীয়ের কটাক্ষ

বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় কটাক্ষ করে বলেছেন সিন্ধিয়া নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ নিয়ে মধ্যপ্রদেশের কংগ্রেস সরকারের অবস্থা প্রকাশ করে দিয়েছেন।

এর আগেও জ্যোতিরাদিত্য-কমলনাথ 'যুদ্ধ'

এর আগেও জ্যোতিরাদিত্য-কমলনাথ 'যুদ্ধ'

শুধু এবারই নয়, মধ্যপ্রদেশে কংগ্রেস সরকার গঠনের সময় থেকেই জ্যোতিরাদিত্য-কমলনাথে যুদ্ধ চলছে।

English summary
Congress manifesto for Madhya Pradesh is for five years, CM Kamal Nath replies to Jyotiraditya Scindia
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X