For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাফালে নিয়ে মোদীকে নিশানা রাহুলের দলের! নতুন প্রশ্নবাণ তৈরি

রাফালে যুদ্ধ বিমান চুক্তি নিয়ে বুধবার বিকেল চারটেয় চমকপ্রদ তথ্য প্রকাশ করা হবে। এমনটাই জানানো হয়েছে কংগ্রেসের তরফ থেকে।

  • |
Google Oneindia Bengali News

রাফালে যুদ্ধ বিমান চুক্তি নিয়ে বুধবার বিকেল চারটেয় চমকপ্রদ তথ্য প্রকাশ করা হবে। এমনটাই জানানো হয়েছে কংগ্রেসের তরফ থেকে। রাজধানী দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে কথা বলতে গিয়ে প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী একে অ্যান্টনি ফ্রান্সের সঙ্গে চুক্তি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কড়া আক্রমণ করেন।

রাফালে নিয়ে মোদীকে নিশানা রাহুলের দলের! নতুন প্রশ্নবান তৈরি

আগেকার কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের আমলের থেকে রাফালে নিয়ে বর্তমান চুক্তি অনেকটাই লাভজনক বলে দাবি করেছিল মোদী সরকার। তা নিয়েও প্রশ্ন তুলেছেন প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী। চুক্তি যদি সস্তাই হবে তাহলে কেন, ১২৬ টির মদলে মাত্র ৩৬ টি যুদ্ধ বিমান কেনা হচ্ছে, প্রশ্ন করেছেন বর্ষীয়ান এই কংগ্রেস নেতা।

প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রীর অভিযোগ, এই চুক্তিতে জাতীয় সুরক্ষার সঙ্গে আপোস করা হয়েছে। চুক্তিতে সরকারি সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডকে অসম্মান করা হয়েছে বলেও অভিযোগ করেছেন একে অ্যান্টনি।

দিন কয়েক আগে বর্তমান প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন অভিযোগ করেছিলেন, রাফালে নিয়ে দেশের মানুষকে ভুল বোঝাচ্ছে বিরোধীরা। সংবাদ সংস্থার সঙ্গে কথা বলার সময় প্রতিরক্ষামন্ত্রী বলেছিলেন, চিন এবং পাকিস্তান তাদের আকাশের শক্তি বাড়িয়ে নেওয়ায় জরুরি ভিত্তিতে দুই স্কোয়াড্রন রাফালে জেট আনার সিদ্ধান্ত নিয়েছে।

কংগ্রেসের তরফে অভিযোগ করে বলা হয়েছে, রাফালে নিয়ে জাতীয় সুরক্ষার সঙ্গে আপোস করেছে মোদী সরকার। পূর্ব ও পশ্চিম সীমান্তের পরিস্থিতির মোকাবিলায় ভারতীয় বায়ুসেনার জরুরি ভিত্তিতে ১২৬ টির ওপর যুদ্ধবিমান প্রয়োজন খুব তাড়াতাড়ি। তা না করে জাতীয় সুরক্ষার সঙ্গে আপোস করেছে মোদী সরকার। অভিযোগ করেছে কংগ্রেস। ১২৬ টির মদলে মাত্র মাত্র ৩৬ টি বিমানের অর্ডার দেওয়া হয়েছে।

১২৬ টির বদলে ৩৬ টি রাফালে কেনার জন্য নরেন্দ্র মোদীকে কে অধিকার দিয়েছে, প্রশ্ন তুলেছে কংগ্রেস।

মোদী সরকার ২০১৫-র এপ্রিলে ৩৬ টি রাফালে কেনার জন্য চুক্তি করেছিল। যদিও ২৪ জুন ২০১৫ তে গিয়ে ১২৬ টি রাফালে যুদ্ধ বিমান কেনার চুক্তি বাতিল করে মোদী সরকার। এবারও সেরকম কিছু হবে কিনা, প্রশ্ন তুলেছে কংগ্রেস।

মোদী সরকারের করা চুক্তিতে প্রযুক্তি হস্তান্তরের কথা নেই বলেও অভিযোগ করেছে কংগ্রেস।

মোদী সরকারের দাবি, সস্তায় আনা হচ্ছে রাফালে। কিন্তু নথি দিয়ে কংগ্রেসের পাল্টা দাবি, ডসাল্ট অ্যাভিয়েশন এবং রিলায়েন্সের প্রেস রিলিজে দেখা যাচ্ছে, ৩৬ টি যুদ্ধ বিমানের মূল্য ৬০,১৪৫ কোটি টাকা। অর্থাৎ একএকটির দাম ১৬৭০.৭০ কোটি টাকা। ইউপিএ সরকারের সময়ে যে চুক্তি করা হয়েছিল তাতে ৩৬ যুদ্ধ বিমানের দাম ধরা হয়েছিল ১৮৯৪০ কোটি টাকা। অর্থাৎ একএকটির মূল্য ৫২৬ কোটি টাকা। প্রযুক্তি হস্তান্তর ছাড়াই যুদ্ধ বিমান কিনতে মোদী সরকার কেন ৪১,২০৫ কোটি টাকা বেশি খরচ করছে সেই প্রশ্ন তোলা হয়েছে কংগ্রেসের তরফে।

কোনও অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও এধরনের চুক্তিতে রিলায়েন্সকে রাখা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। অন্যদিকে সরকারি সংস্থা হ্যাল-কে বাদ দেওয়া নিয়েও প্রশ্ন তোলা হয়েছে কংগ্রেসের তরফে।

চুক্তি অনুযায়ী প্রথম রাফালে যুদ্ধ বিমান পাওয়া যাবে ২০১৯-এর সেপ্টেম্বরে। আর পুরো চুক্তি সম্পন্ন হবে সেপ্টেম্বর ২০২২-এ। যার তফাত মোদী সরকারের করা প্রথম চুক্তি থেকে প্রায় আট বছর। এই সময়ের মধ্যে কি রাফালে নিয়ে জাতীয় সুরক্ষা বিঘ্নিত হচ্ছে না প্রশ্ন তুলেছে কংগ্রেস।

English summary
Congress to make 'startling revelation' on Rafale deal on Wednesday at 4 pm
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X