ক্রিসমাসের সুযোগ নিয়ে বিজেপিকে ফের 'জুমলা' আক্রমণ কংগ্রেসের
ক্রিসমাস ক্যারোলের সুরে এবার বিজেপি আর মোদীকে নিয়ে জুমলা বাঁধল কংগ্রেস। ক্রিসমাসের দুপুরে অ্যানিমেশন সহ সেই জুমলা টুইট করেছে কংগ্রেস। সেই অ্যানিমেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অন্যান্য বিজেপি নেতাদেরও দেখানো হয়েছে। দেখা গিয়েছে অমিত শাহকেও।

এনআরসি নিয়ে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের যে পরস্পর বিরোধী মন্তব্য সেটাকেই কটাক্ষ করা হয়েছে এই অ্যানিমেশনে।
Jumla bells, jumla bells, jumlas all the way
— Congress (@INCIndia) December 25, 2019
Oh what fun it is to see what an honest govt might say🎵#HappyChristmas pic.twitter.com/3wL65ekugY
গতকালই গোটা দেশে এনপিআর করার কথা ঘোষণা করেছে মোদী সরকার। তার জন্য কোনওরকম নথি লাগবে না বলেও জানানো হয়েছে। কংগ্রেসের অভিযোগ এনআরসির প্রথম ধাপ হচ্ছে এনপিআর। তাঁরা এখন নথি দাবি করছেন না কিন্তু একবার এনপিআর হয়ে গেলেই নথি দাবি করবেন তাঁরা। সেকারণেই অসমকে এনপিআরের আওতা থেকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে কংগ্রেস।
৩৭০ ধারা ছিল ব্যাধি, সেই ব্যাধি থেকে দেশকে মুক্তি দেওয়া ছিল আমাদের কর্তব্য, বললেন মোদী