মোদীর রাজ্যে কী ফল হতে পারে বিজেপির, কী বলছে এবিপি নিউজের সমীক্ষা
কংগ্রেসের পক্ষে ক্রমশ সমর্থন জোরদার হচ্ছে গুজরাতে। আর দুদলের মধ্যে থাকা ব্যবধান ক্রমশ কমছে। এমনটাই জানান দিচ্ছে এবিপি নিউজের সমীক্ষা। ২০১৭ সালে যেখানে ইউপিএ-র থেকে এনডিএ যেখানে ২৪ পার্সেন্টেজ পয়েন্টে এগিয়ে ছিল, সেখানে ২০১৮-র জানুয়ারিতে সেই ব্যবধান কমে দাঁড়ায় ৮ পয়েন্টে। এখন যা ৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

২০১৪ সালের লোকসভা নির্বাচনে গুজরাতে এনডিএ পেয়েছিল ৫৯ শতাংশ ভোট। অন্যদিকে ইউপিএ পেয়েছিল ৩৩ শতাংশ এবং অন্যরা পেয়েছিল ৮ শতাংশ।
[আরও পড়ুন:মায়াবতীর সঙ্গে জোট নিয়ে সিদ্ধান্ত নেবে নেতৃত্ব! রাজস্থান নিয়ে আর যা বললেন সচিন পাইলট]
এবিপি নিউজের সমীক্ষা অনুযায়ী, এই মূহূর্তে গুজরাতে এনডিএ-র সমর্থন ৫৪ শতাংশ, ইউপিএ-র ৪২ শতাংশ এবং অন্যদের ৮ শতাংশের সমর্থন রয়েছে। ২০১৪ সঙ্গে তুলনা করলে বিজেপি সমর্থনের শতাংশ যেখানে ৫ শতাংশ কমতে পারে বলে জানানো হচ্ছে, সেখানে কংগ্রেসের ক্ষেত্রে তা বাড়তে পারে ৯ শতাংশ।
[আরও পড়ুন:বিহারে আদৌ কি হাল ফিরবে লালুর দলের , কী বলছে এবিপি নিউজের সমীক্ষা]