For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'মহারাষ্ট্রে সংবিধান বিরোধী সরকার গঠন', সংসদে সংবিধান দিবসের যৌথ অধিবেশন বয়কট বিরোধীদের

Google Oneindia Bengali News

ভারতীয় সংবিধানের ৭০ বছর পূর্তি উপলক্ষে আজ সংসদে দুই কক্ষের যৌথ অধিবেশন হবে। তবে মহারাষ্ট্রে চলতে থাকা নাটকের আঁচ দিল্লিতে এসে পড়ায় এই অধিবেশন বয়কট করার পথে হাঁটতে চলেছে কংগ্রেস সহ বেশ কয়েকটি বিরোধী দল। সোমবারই এই বিষয়ে শিবসেনা সাংসদরা সনিয়া গান্ধীর সঙ্গে দেখা করে জানিয়ে দিয়েছিলেন যে তারা সংসদের যৌথ অধিবেশন বয়কট করবে।

আম্বেডকরের মূর্তির সামনে বিক্ষোভ

আম্বেডকরের মূর্তির সামনে বিক্ষোভ

জানা গিয়েছে, শুধু অধিবেশন বয়কট না, কংগ্রেস ও শিবসেনার সাংসদরা আজ বিক্ষোভ প্রদর্শনও করবেন। কংগ্রেস ছাড়াও এনসিপি, তৃণমূল কংগ্রেস, আরজেডি, টিডিপি, ডিএমকে ও বামপন্থী দলগুলি মহারাষ্ট্রে চলতে থাকা রাজনৈতিক অনিশ্চয়তার পরিস্থিতির বিরুদ্ধে সংসদ ভবনের বাইরে আম্বেডকরের মূর্তির সামনে বিক্ষোভ প্রদর্শন করবে।

'বিজেপি নিজেরাই সংবিধান বিরোধী কাজ করছে'

আজকে বিরোধীদের সংবিধান দিবসে অধিবেশন বয়কট ও বিক্ষোভ প্রদর্শনের বিষয়ে লোকসভায় কংগ্রেসের চিফ হুইপ সুরেশ বলেন, "আমরা এই সিদ্ধান্ত নিয়েছি কারণ, সরকারে থাকা দল নিজেরাই সংবিধানকে অমান্য করছে। মহারাষ্ট্রে চলতে থাকা এই পরিস্থিতিতে বিজেপি জেনে বুঝে সংবিধান বহির্ভূত কাজ করেছে।"

মহারাষ্ট্র নিয়ে সোমবারও উত্তাল হয় সংসদ

মহারাষ্ট্র নিয়ে সোমবারও উত্তাল হয় সংসদ

মহারাষ্ট্রের রাজনীতি নিয়ে সোমবারও উত্তাল হয়েছিল সংসদের উভয় কক্ষ। এই বিষয়ে সোমবার সংসদে বিক্ষোভ প্রদর্শন ও প্রতিবাদ করে বিরোধীরা। সোমবার সকাল থেকেই তোলপাড় হয় লোকসভা। সংসদে একযোগে প্রতিবাদ দেখায় কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস। প্রতিবাদে সামিল হয়েছিল ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগও। মহরাষ্ট্রে গণতন্ত্রের অন্তর্ঘাত হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁরা। এর জেরে সংসদের কাজকর্ম বন্ধ হয়ে যায়।

রাহুল গান্ধীর তোপ

মহারাষ্ট্র সরকার এনসিপি-বিজেপি জোট সরকার গঠন প্রসঙ্গে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, "মহারাষ্ট্রে গণতন্ত্রকে খুন করা হয়েছে"। এদিন সংসদে "সংবিধান বাঁচান", "গণতন্ত্র বাঁচান", "গণতন্ত্র হত্যা বন্ধ করুন" সহ একাধিক বার্তা সম্বলিত প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাচ্ছিলেন কংগ্রেস সাংসদরা। এর আগে কংগ্রেসের পক্ষ থেকে অধীর চৌধুরী মহারাষ্ট্রের বিজেপির রাজনীতির প্রতিবাদে মুলতুবির প্রস্তাবের নোটিস পেশ করেন। একই পরিস্থিতি তৈরি হয় রাজ্যসভাতেও।

পঞ্চম সংবিধান দিবস

পঞ্চম সংবিধান দিবস

প্রসঙ্গত, ২০১৫ সাল থেকে ২৬ নভেম্বর দিনটিকে সংবিধান দিবস হিসেবে পালন করা শুরু করে ভারত। এর আগে দিনটিকে আইন দিবস হিসাবে পালন করা হত। ১৯৪৭ সালের ১৫ অগাস্ট স্বাধীন হওয়ার পর এই দিন ভারতে প্রথম সংবিধান রচনা করেছিলেন তৎকালীন আইনমন্ত্রী ভীম রাও আম্বেদকর। দেশের প্রতি, গণতন্ত্রের প্রতি তাঁর এই অবদানকে সম্মান জানাতেই ২০১৫ সাল থেকে আজকের দিনটি ভারতীয় রাজনীতিতে সংবিধান দিবস হিসেবে পালিত হচ্ছে। এবছর সেই উৎযাপনের পাঁচ বছর।

English summary
congress led opposition to boycott joint session of parliament on constition day in protest of maharashtra gov formation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X