দেশজুড়ে শোচনীয় ফলের মাঝেই ছত্তিশগড় উপনির্বাচনে হাত তুলে দাঁড়াল কংগ্রেস
দেশের ১১টি রাজ্যের ৫৬টি বিধানসভা আসনের ভোট গণনা আজ। এই আনগুলির মধ্যেই রয়েছে ছত্তিশগড়ের একটি আসন। মারওয়াহির সেই আসনে প্রাথমিক ভাবে এগিয়ে গিয়েছে কংগ্রেস প্রার্থী। নিকটতম বিজেপি প্রার্থীর থেকে তিনি প্রায় ২০ হাজার ভোটে এগিয়ে প্রথম কয়েক রাউন্ডের গণনার পরই।

২০১৯ সালের বিধানসভায় কংগ্রেসের জয়
উল্লেখ্য, ২০১৯ সালে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে বিজেপির থেকে ছত্তিশগড়কে ছিনিয়ে নিয়েছিল কংগ্রেস। দীর্ঘ ১৫ বছরের শাসনের পর মাওবাদী অধ্যুষিত এই রাজ্যে ক্ষমতা হারিয়েছিল বিজেপি। সেই পরিস্থিতিতে এই উপনির্বাচনে নিজেদের হারানো জমি ফিরে পেতে মরিয়া ছিল বিজেপি। অপর দিকে কংগ্রেসও নিজেদের ক্ষমতা ধরে রাখতে বদ্ধপরিকর ছিল।

২০১৯ সালে মাত্র ১৫ টি আসনে জিতেছিল বিজেপি
২০১৯ সালে ছত্তিশগড়ের বিধানসভা ভোটে ৯০টি আসনের মধ্যে ৬৮টিতেই জয়লাভ করে হাইকমান্ডের মুখে হাসি ফুটিয়েছিল ছত্তিশগড়। সেরাজ্যে দীর্ঘ ১৫ বছর পর ক্ষমতায় ফেরে কংগ্রেস। ২০১৯ সালে ওই রাজ্যে মাত্র ১৫ টি আসনে জয় পেয়ে কার্যত ভরাডুবি হয়েছিল গেরুয়া শিবিরের।

প্রতিষ্ঠান বিরোধী হাওয়ার জের
যদিও বিজেপির দাবি ছিল, বিধানসভা নির্বাচনে রমন সিংয়ের নেতৃত্বাধীন বিজেপি সরকারের হার আদতে প্রতিষ্ঠান বিরোধী হাওয়ার জেরে ছিল। কারণ বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগেই অনুষ্ঠিত লোকসভা নির্বাচনে বিজেপি ছত্তিশগড়ে খুবই ভালো ফল করেছিল। ১১টি লোকসভা আসনের মধ্যে কংগ্রেসকে পিছনে ফেলে গেরুয়া শিবিরের ঝুলিতে গিয়েছিল ৯টি আসন। তবে সেই সমীকরণ পাল্টে গিয়েছিল বিধানসভা নির্বাচনে।

ব্র্যান্ড মোদীকে পিছনে ফেলে ওড়িশা উপনির্বাচনে নবীন ম্যাজিক, এগিয়ে বিজু জনতা দল