For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তানে নির্বাচন জিততে পারেন কংগ্রেস নেতারা! কারণ জানালেন রাম মাধব

কংগ্রেস নেতারা পাকিস্তান থেকে নির্বাচনে জিততে পারেন, যদি তারা প্রতিবেশী দেশ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। এদিন এইভাষাতেই কংগ্রেসকেল কটাক্ষ করলেন বিজেপি নেতা রাম মাধব।

  • |
Google Oneindia Bengali News

কংগ্রেস নেতারা পাকিস্তান থেকে নির্বাচনে জিততে পারেন, যদি তারা প্রতিবেশী দেশ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। এদিন এইভাষাতেই কংগ্রেসকেল কটাক্ষ করলেন বিজেপি নেতা রাম মাধব। বিজেপি সাধারণ সম্পাদকের দাবি, বিরোধী নেতাদের টুইট রিটুইট হয় দেশের থেকে পাকিস্তানে বেশি।

Congress leaders will probably win if they contest from Pakistan said Ram Madhav

রাম মাধব বলেন, প্রতিবেশী দেশে বিরোধী নেতাদের বক্তব্য রিটুইট বেশি হয়। যদি তারা সেখানে যান এবং কোনও দিন সেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন, তাহলে সেখান থেকে জেতার সম্ভাবনা রয়েছে। এমনই অবস্থা আমাদের দেশের প্রধান বিরোধীদলের।

উত্তর-পূর্বের দায়িত্বপ্রাপ্ত বিজেপির সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনে লড়াইয়ের খেই নেই বিরোধীদের। ভারত না পাকিস্তান কাদের জন্য লড়াই সেটাই বুঝে উঠতে পারছেন না বিরোধীরা। দেশের মানুষও বুঝতে পারছেন না, বিরোধী নেতারা দেশকে কোন দিশা দেখাতে চান। বিরোধী নেতারা সেনাবাহিনীকে নিয়ে অসম্মানজনক কথা বলছেন বলেও অভিযোগ করেছেন তিনি।

রাম মাধব দাবি করেছেন, দেশে মোদী ঝড় চলছে। সেই ঝড়ের ফলে বিজেপি ও তার সহযোগীরা ২০১৪-র তুলনায় বেশি আসন পাবেন। বিরোধীদের কটাক্ষ করে তিনি বলেন, দেখুন রাহুল গান্ধীর দিকে। যেখানেই তিনি যাচ্ছেন, সাধারণ মানুষ মোদী মোদী স্লোগান দিচ্ছেন। প্রিয়ঙ্কা গান্ধী মন্দিরে যাচ্ছেন। সেখানেও তিনি মোদী মোদী স্লোগান শুনতে পাচ্ছেন।

English summary
Congress leaders will probably win if they contest from Pakistan said Ram Madhav
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X