For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'৩৭০ ধারা ইস্যুতে কংগ্রেস নেতারা জুতোপেটা খাবেন'! বক্তব্য জম্মু ও কাশ্মীরের রাজ্যপালের

জম্মু ও কাশ্নীরের রাজ্যপাল সত্যপাল সিং ফের একবার বিতর্কে। কাশ্মীরে ৩৭০ ধারা প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে কাশ্মীরের রাজ্যপাল নিশানায় রাখেন একাধিক কংগ্রেস নেতাকে।

  • |
Google Oneindia Bengali News

জম্মু ও কাশ্নীরের রাজ্যপাল সত্যপাল সিং ফের একবার বিতর্কে। কাশ্মীরে ৩৭০ ধারা প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে কাশ্মীরের রাজ্যপাল নিশানায় রাখেন একাধিক কংগ্রেস নেতাকে। ৩৭০ ধারা ইস্যুতে কংগ্রেস নেতাদের অবস্থান ঘিরে রীতিমতো ফুঁসে ওঠেন রাজ্যপাল সত্যপাল সিং।

 কংগ্রেস নেতারা জুতোপেটা খাবেন!

কংগ্রেস নেতারা জুতোপেটা খাবেন!

কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল সিং কাশ্মীর প্রসঙ্গে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর মন্তব্যকে ঝাঁঝাঁলো আক্রমণ করেন। তিনি কংগ্রেসকে নিশানায় রেখে বলেন, ' কংগ্রেস এখনও পর্যন্ত জম্মু ও কাশ্মীর ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করতে পারেনি। ' এরপরই তিনি মন্তব্য করেন 'আগামী দিনে ৩৭০ ধারার সমর্থক কংগ্রেস নেতারা জুতোপেটা খাবেন।'

রাহুল গান্ধীকে নিয়ে সত্যপালের মন্তব্য

রাহুল গান্ধীকে নিয়ে সত্যপালের মন্তব্য

রাহুল গান্ধীকে নিয়ে সত্যপাল সিং মন্তব্য করতে গিয়ে বলেন, ' আমি রাহুল গান্ধী সম্পর্কে মন্তব্য করতে চাইনা , উনি একটি সম্মানিত পরিবারের সন্তান। তবে বর্তমানে তিনি রাজনৈতিক শিশুর মতো মন্তব্য করছেন। পাকিস্তান রাষ্ট্রসংঘকে পাঠানো তার চিঠিতে রাহুল গান্ধীর মন্তব্যকে তুলে ধরেছে। ওঁর এটা করা উচিত ছিল না।'

কাশ্মীর নিয়ে সত্যপাল মালিকের দাবি

কাশ্মীর নিয়ে সত্যপাল মালিকের দাবি

এর আগে, জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি নিয়ে সত্যপাল মালিক বলেন, ভূস্বর্গের সংস্কৃতি ও পরিচিতি অক্ষুণ্ণ থাকবে। তিনি জানান , ৩৭০ ধারা তুলে নেওয়ার একটাই কারণ, যাতে কাশ্মীরে কোনওভাবেই আর প্রাণহানী না দেখতে হয়। এছাড়াও তিনি বলেন, ভূস্বর্গে সরকারী চাকুরিতে প্রায় ৫০, ০০০ খালি পদ পূরণ করা হবে।

[আরও পড়ুন: ভারতের সঙ্গে লড়তে গিয়ে পাওয়ার ক্রাইসিস! ইমরানের অফিসের বড় অঙ্কের বকেয়া]

English summary
Congress leaders will be thrashed with shoes for supporting article 370, says Satya pal Malik.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X